For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কোচবিহারে মাথাচাড়া দিচ্ছে 'গ্রেটার আন্দোলন'? ভোটের মুখে কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

Google Oneindia Bengali News

কোচবিহার রাজপ্রাসাদে ভারত সরকারের অনুষ্ঠানের বিরোধিতায় বিক্ষোভ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের৷ তবে, এই বিক্ষোভ বরদাস্ত করা হবে না বলে বার্তা দিলেন কেন্দ্রীয় প্রহ্লাদ সিং প্যাটেল৷ তিনি জানালেন, কোচবিহার রাজপ্রাসাদ ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগের অধীনে৷ সেখানে কেউ বাধা দিতে এলে তা মেনে নেওয়া হবে না৷

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ মানা হবে না

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ মানা হবে না

কোচবিহার রাজপ্রাসাদ ভারত সরকারের পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগে অধীনে রয়েছে। সেখানে কেন্দ্রীয় কোনও অনুষ্ঠানে কেউ বাধা দিতে চাইলে তা মেনে নেওয়া হবে না। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ নিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল৷

মহোৎসব আয়োজনের প্রতিবাদ

মহোৎসব আয়োজনের প্রতিবাদ

প্রসঙ্গত, রবিবার কোচবিহার রাজপ্রাসাদে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে তিনদিন ব্যাপী রাষ্ট্রীয় মহোৎসব শুরু হচ্ছে৷ রাজপ্রাসাদে সেই মহোৎসব আয়োজনের প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন৷ শনিবার রায়গঞ্জ গীতাঞ্জলি প্রক্ষাগৃহে 'সংকল্প সোনার বাংলা' কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল৷

'অনুষ্ঠানে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না'

'অনুষ্ঠানে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না'

তিনি জানিয়েছেন, কোচবিহার রাজপ্রাসাদ ভারত সরকারের পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগে অধীনে রয়েছে৷ সেখানে ভারত সরকার তিনদিন ব্যাপী রাষ্ট্রীয় মহোৎসবের আয়োজন করেছে৷ সেই অনুষ্ঠানে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না৷ এই প্রসঙ্গে, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের উপর অবহেলার অভিযোগ করেন প্রহ্লাদ সিং প্যাটেল৷

কংগ্রেস, বাম ও বর্তমান তৃণমূলকে তোপ মন্ত্রীর

কংগ্রেস, বাম ও বর্তমান তৃণমূলকে তোপ মন্ত্রীর

এ নিয়ে কংগ্রেস, বাম ও বর্তমান তৃণমূল সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি বলেন, 'কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস কেউ রাজবংশীদের গুরুত্ব দেয়নি ৷ পশ্চিমবঙ্গের সংস্কৃতি দেশের সবচেয়ে বড় পুঁজি৷ সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বদ্ধপরিকর৷ তাই কেউ বাধা দিতে এলে, তাকে উপেক্ষা করে সংস্কৃতি মহোৎসব পালন করা হবে৷'

English summary
Central Minister Prahlad Singh Patel snubs Greater Cooch Behar association for protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X