For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিচ খুঁড়ে ম্যাচ জিতে আবির মাখছে তৃণমূল! শাসককে পঞ্চায়েত-খোঁচা বাবুল সুপ্রিয়র

তৃণমূল ম্যাচ পণ্ড করতে পিচ খুঁড়ে দিল বলে অভিযোগ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা ম্যাচ খেলে জেতার মধ্যে অনেক বেশি আনন্দ আছে।

Google Oneindia Bengali News

তৃণমূল ম্যাচ পণ্ড করতে পিচ খুঁড়ে দিল বলে অভিযোগ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেন, 'একটা ম্যাচ খেলে জেতার মধ্যে অনেক বেশি আনন্দ আছে, কিন্তু রাজ্যের শাসক সেই আনন্দটাই বোঝে না। তা না করে, পিচ খুঁড়ে দিলাম, ম্যাচ হতে দিলাম না, বাইরে টস করে ম্যাচ জিতে নিলাম- এতে কি আদৌ কোনও আনন্দ আছে।'

পিচ খুঁড়ে ম্যাচ জিতে আবির মাখছে তৃণমূল! শাসককে পঞ্চায়েত-খোঁচা বাবুল সুপ্রিয়র

[আরও পড়ুন:মমতার নির্দেশ মানল না অনুব্রতর জেলা! পঞ্চায়েতে প্রার্থী হয়ে পদ খোয়াতে চলেছেন নেতারা][আরও পড়ুন:মমতার নির্দেশ মানল না অনুব্রতর জেলা! পঞ্চায়েতে প্রার্থী হয়ে পদ খোয়াতে চলেছেন নেতারা]

তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, 'রাজ্যে এমনই শাসন ব্যবস্থা যে, পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে হচ্ছে হাইকোর্টে গিয়ে। পঞ্চায়েত মামলা এখন হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। তৃণমূল আবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে। এসবই মানুষ-বিরোধী পদক্ষেপ। চারিদিকে এত সন্ত্রাস, তবু শাসকের শিক্ষা নেই। ভোট নিয়ে আইনি লড়াই দীর্ঘায়িত করছে।'

বাবুল সুপ্রিয় বলেন, 'বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি, তবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার আনন্দ করছেন তৃণমূল নেতারা। কিন্তু ধর্মের কল যে বাতাসে নড়ে, সেই সারসত্যটা ভুলে গিয়েছে শাসক দল। এখন সেটাই হয়েছে। এখন প্রহসন পেরিয়ে হিংসা হচ্ছে রাজ্যে। ক্ষমতায় থাকার জন্য শাসক দল হিংস্র হয়ে উঠেছে।'

তিনি বলেন, 'আমি যদি উন্নয়ন করে থাকি, তাহলে মানুষ এমনিতেই ভোট দেবে। এত হিংসা-হানাহানির কোনও দরকার নেই। এই শাসক আবার মনোনয়ন থেকেই হিংসাকে আশ্রয় করে এগোচ্ছে।' তাঁর কথায়, 'আমি সবসময় ম্যাচ খেলে জেতার আনন্দ উপভোগের পক্ষে। পণ্ড ম্যাচ জেতায় কোনও আনন্দ নেই।'

[আরও পড়ুন: ঝান্ডার থেকে ডান্ডা বড় করতে হবে, তৃণমূলকে পালিশের দাওয়াই দিলেন দিলীপ ঘোষ][আরও পড়ুন: ঝান্ডার থেকে ডান্ডা বড় করতে হবে, তৃণমূলকে পালিশের দাওয়াই দিলেন দিলীপ ঘোষ]

English summary
Central Minister Babul Supriyo criticizes Trinamool Congress on Panchayat Election. He says TMC wants to win panchayat spreading violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X