For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার কথা শুনবেন না! করোনা আতঙ্কের মধ্যে সোজাসাপ্টা টুইটে জানালেন বাবুল

করোনায় রাজনীতি চরমে। করোনার আবহে সবাইকে যখন বারবার কেন্দ্র ও রাজ্য সরকারের কথা মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে, তখন বাবুল সুপ্রিয় সাফ জানালেন- একদম মুখ্যমন্ত্রী মমতার কথা শুনবেন না।

Google Oneindia Bengali News

করোনায় রাজনীতি চরমে। করোনার আবহে সবাইকে যখন বারবার কেন্দ্র ও রাজ্য সরকারের কথা মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে, তখন কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় সাফ জানালেন- একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন না। ফুলবাজারের একটি ভিডিও টুইট করে তিনি এই বার্তা দিয়েছেন।

কেন হঠাৎ এমন কথা বললেন বাবুল সুপ্রিয়?

কেন হঠাৎ এমন কথা বললেন বাবুল সুপ্রিয়?

সম্প্রতি ফুলের বাজার খোলার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের ক্ষতির কথা চিন্তা করে লকডাউনের বিধিনিষেধ মেনে ফুলবাজার খোলার অনুমতি দান করেন তিনি। কিন্তু বাবুল সুপ্রিয় ফুলবাজারের যে ভিডিও তুলে ধরেন, তাতে দেখা যায় বিপুল ভিড়, কোন সোশ্যাল ডিস্টান্যান্সিং মানা হচ্ছে না।

টুইটার হ্যান্ডেলে ভিডিও পোস্ট

তাই বাবুল সুপ্রিয় তাঁর টুইটার হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, কেউ মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না। শুনলেই বিপদ আসন্ন। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। আপনারা সবাই লকডাউন মানুন। সেটাই একমাত্র বাঁচার রাস্তা।

হাওড়া ফুলের বাজারে ঠাসাঠাসি ভিড় প্রসঙ্গে

বাবুল বলেন, কয়েকদিন আগে নির্দিষ্ট সময়ে মিষ্টির দোকান খোলার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অনুমতি দিয়েছেন ফুল ব্যবসার। সেখানেই ঘটেছে বিপত্তি। হাওড়া ফুলের বাজারে ঠাসাঠাসি ভিড় দেখা গিয়েছে। সেই ভিডিও তুলে টুইটারে পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়।

ব্যবসায়ীদের দোষ নয়, এই দোষ মুখ্যমন্ত্রীর

বাবুল বলেন, এটা ব্যবসায়ীদের দোষ নয়। এই দোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাজার খুললে তো সকলেই আসবেন। আমি অনুরোধ করছি কেউ মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না। এভাবে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন। এর পাশাপাশি বাবুল তথ্য গোপনেরও অভিযোগ করেন মমতার বিরুদ্ধে।

হিসেব তো দিদিকে দিতেই হবে

হিসেব তো দিদিকে দিতেই হবে

বাবুল আরও লেখেন- তৃণমূল বা দিদি কি বলছেন তাতে আমার সত্যিই কিছু এসে যায় না। আমি যা বলছি তা বাংলার স্বার্থে। আর আমি যে কাগজ ও ছবি দেখাচ্ছি, তা দেখলেই খুব সহজেই বোঝা যাবে যে অনেকগুলি হিসেবে কিন্তু মিলছে না। সেই হিসেব তো দিদিকে দিতেই হবে।

English summary
Central minister Babul Aupriyo allehges against CM Mamata Banerjee and says anyone will not hear CM’s word.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X