For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের আইনশৃঙ্খলার নিয়ে সিলমোহর মোদী সরকারের! এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সিলমোহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমকে মাওবাদী অধ্যুষিত জেলার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সিলমোহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমকে মাওবাদী অধ্যুষিত জেলার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে রাজ্যের মধ্যে মাওবাদী অধ্যুষিত জেলার তালিকায় রয়েছে কেবল ঝাড়গ্রাম। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে মাওবাদী দমনে রাজ্যে থাকা আধাসেনার একটা বড় অংশ সরানো হবে বলে জানা গিয়েছে।

 রাজ্যের আইনশৃঙ্খলার নিয়ে সিলমোহর মোদী সরকারের! এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

গত পাঁচবছরে রাজ্যে মাওবাদী নাশকতা সেরকম একটা ঘটেনি।

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে কমেছে মাওবাদী উপদ্রব। ২০১৪ সালে যেখানে মাওবাদী অধ্যুষিত জেলার তালিকায় ছিল ১০৬ টি জেলা, এখনও সেখানে রয়েছে ৯০ টি জেলা।

মাওবাদী অধ্যুষিত জেলা হিসেবে তকমা থাকলে কেন্দ্রের তরফে পরিকাঠামো উন্নয়নে সাহায্যও পাওয়া যেত। কিন্তু সেই তালিকা থেকে জেলার নাম বাদ গেলে সেই সাহায্য আর পাওয়া যাবে না। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের চার জেলা- বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম। পরিকাঠামো উন্নয়ন ছাড়াও, থানা আধুনিকীকরণ, অত্যাধুনিক হাতিয়ার, ফোনের টাওয়ার বসানো, সড়ক নির্মাণের জন্যও কেন্দ্র অর্থ সাহায্য করে। সূত্রের খবর, এই সাহায্য থেকে বঞ্চিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

English summary
Central Govt will withdraw Paramilitary forces from West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X