For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তম দফা ভোটে দফায় দফায় উত্তপ্ত আসানসোল, লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী

সপ্তম দফার ভোটে বারে বারে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল দক্ষিণ। দিনের শেষে বার্নপুরের রহমতনগর এলাকায় লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী। সংখ্যালঘু এলাকায় ঘেরাও হয়ে থাকা অগ্নিমিত্রা পালকে উদ্ধার করতে গিয়ে ধুন্ধুমারকাণ্ড ঘটে এলাকায়।

  • |
Google Oneindia Bengali News

সপ্তম দফার ভোটে বারে বারে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল দক্ষিণ। দিনের শেষে বার্নপুরের রহমতনগর এলাকায় লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী। সংখ্যালঘু এলাকায় ঘেরাও হয়ে থাকা অগ্নিমিত্রা পালকে উদ্ধার করতে গিয়ে ধুন্ধুমারকাণ্ড ঘটে এলাকায়। সংখ্যালঘু এলাকায় বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী।

সপ্তম দফা ভোটে উত্তপ্ত আসানসোল, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁর গাড়ি ঢুকতেই ইট পাটকেল ছোড়া হয়। বার্নপুরের রহমতনগর নয়া বস্তি এলাকায় তিনি ঢোকার পর ঘিরে ধরেন বাসিন্দারা। তাঁদের দাবি কেন্দ্রীয় বাহিনী তাঁদের ভোট দিতে দেয়নি। বিজেপি প্রার্থী এখন কেন এসেছেন। কেনই বা মিডিয়া নিয়ে এসেছেন। কার্যত তিনি ঘেরাও হয়ে যান। এরপর কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করে। এলাকাবাসীর বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। পরে এলাকায় র্যাফ ও পুলিশ নামে এলাকায়।

অন্যদিকে, মাংস ভাত খাইয়ে ভোটে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। তা হাতেনাতে ধরে ফেলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। জেকে নগর ওল্ডমাইনরস এলাকায় পরিত্যক্ত আবাসনে চলছিল খাওয়ার আয়োজন। ওই এলাকার ২৩৭ বুথের কাছেই চলছিল খাওয়ার আয়োজন।

বিজেপির আসানসোলের দক্ষিণের প্রার্থী আবাসনে যেতেই সবাই পালিয়ে যায়। কৃপাশঙ্কর নামে এক ব্যক্তি ধরা পড়ে যায়। তিনি বলেন 'বাচ্চা পার্টি' চলছিল। প্রশ্ন ওঠে পার্টি অফিসে ভোটের দিন কীসের বাচ্চা পার্টি? সদুত্তর নাম মেলায় অগ্নিমিত্রা পাল সেখান থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করেন।

এই ঘটনার পর পরিত্যক্ত আবাসনে যান আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তৃণমূল কর্মীরা দাবি জানাতে থাকেন অ্যাকশন নিতে হবে। সায়নী তাঁদের ক্ষোভ প্রশমিত করে বলেন বিজেপি প্রার্থী অন্যায় করে বেড়াচ্ছেন। দলীয় কার্যালয়ে ঢুকে ভোটের কাজে থাকা কর্মীদের খাবার উল্টে দিয়েছেন। নির্বাচন কমিশনে তিনিও অভিযোগ করেছেন।

English summary
Central Force takes action after violence in Asansole South to rescue BJP candidate Agnimitra Paul.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X