তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল গ্রাম, অনুব্রত-গড়ে ক্লাবের ছাদ উড়ে গেল এক লহমায়
বিস্ফোরণে উড়ে গেল একটি ক্লাবের ছাদ এবং দেওয়াল। বীরভূম জেলার মল্লারপুরের এই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী করে এই বিস্ফোরণ ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার রাতে মল্লারপুর স্টেশনের সংলগ্ন এলাকা গভীর রাতে তীব্র শব্দে কেঁপে ওঠে।

বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষতি হয় ক্লাব সংলগ্ন দুটি বাড়িতে। পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ছাদ উড়ে যায়, দেওয়ালও ভেঙে পড়ে। পুলিশ নমুনা সংগ্রহ করে ফরেনসিকে পাঠানোর ব্যবস্থা করেছে।
West Bengal: A blast occurred in Meghdoot club near Mallarpur railway station last night in Birbhum. Investigation is underway. pic.twitter.com/ZnDKl9elLV
— ANI (@ANI) June 30, 2019
তদন্তকারীরা প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, ওই ক্লাবে জিম করা হয়। একটি কোচিং সেন্টারও চলে ওই ক্লাবে। সেখানে কী এমন বিস্ফোরক এল, যার জেরে এত তীব্র বিস্ফোরণ হল, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। তবে হতাহতের কোনও ঘটনা ঘটনি। কারণ তখন কেউই ছিলেন না ওই ক্লাব বা ক্লাব সংলগ্ন এলাকায়।
[আরও পড়ুন: গভীর রাতে গুলিবিদ্ধ বিজেপি কর্মী! চাঞ্চল্য ঝাড়গ্রাম জুড়ে ]
পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, কোনও বিস্ফোরক মজুত ছিল কি না। কেউ অসৎ উদ্দেশ্যে তা করে থাকতে পারে। যাঁরা এই ক্লাব চালাতেন, তাঁদের জেরা করছে পুলিশ।
[আরও পড়ুন: উলটপুরান! নেতা খুনে তৃণমূলের ডাকে বনধ সফল, শুনশান রাস্তাঘাট, বন্ধ দোকানপাট]