For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় প্যানেলের মুখোমুখি সিডিএস জেনারেল, প্রশ্নবাণ রাহুল-শারদের

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিনের মধ্যে যুদ্ধ উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত একটি সংসদীয় প্যানেলে বৈঠক অনুষ্ঠিত হল।

  • |
Google Oneindia Bengali News

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিনের মধ্যে যুদ্ধ উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত একটি সংসদীয় প্যানেলে বৈঠক অনুষ্ঠিত হল। চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের পৌরহিত্যে এই বৈঠকের আনুষ্ঠানিক অ্যাজেন্ডা ছিল 'প্রতিরক্ষা বাহিনী বিশেষত সীমান্তবর্তী অঞ্চলে খাবারের মানের ব্যবস্থা ও পর্যবেক্ষণ'।

প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় প্যানেলের মুখোমুখি সিডিএস

প্রতিরক্ষা সম্পর্কিত এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব করেছেন বিজেপি নেতা জুয়াল ওরাম। শুক্রবার এই সভায় অংশ নেয় জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে প্যানেলটি মনোনীত হওয়ার পর রাহুল গান্ধী এই প্রথম কমিটির সভায় অংশ নিলেন।

এই বৈঠকে সদস্যরা রেশন সরবরাহ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সেনা-জওয়ান ও অফিসারদের খাবারে কেন পার্থক্য রয়েছে তা জানতে চেয়েছিলেন। সিডিএস ব্যাখ্যা করেন যে, জওয়ান এবং অফিসারদের একই মানের এবং একই পরিমাণে পরিবেশন করা হয়। খাবারের অভ্যাসগত পার্থক্যের জন্য কিছুটা আলাদা হয়।

যেমন সৈনিকরা রোটিস পছন্দ করে এবং আধিকারিকরা ব্রেড পছন্দ করেন। সিডিএস জেনারেল রাওয়াত আরও বলেন, বেশিরভাগ পল্লী অঞ্চলের সৈন্যরা দেশি ঘি পছন্দ করেন এবং সেনা অফিসাররা পনির পছন্দ করেন। জেনারেল রাওয়াত সংসদীয় কমিটিকেও জানিয়েছিলেন যে খাদ্যের অভ্যাসের ক্ষেত্রে আঞ্চলিক পার্থক্যও রয়েছে। যেমন উত্তর থেকে সৈন্যরা গমকে অগ্রাধিকার দেয়, দক্ষিণ ও পূর্বের সেনারা চাল পছন্দ করেন।

শরদ পাওয়ারই একমাত্র নেতা যিনি ভারত-চিন অস্থিরতা বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন। একটি সূত্র বলেছে যে, লাদাখের পরিস্থিতি নিয়ে প্যানেল সদস্যদের জন্য বিশদ উপস্থাপনা চেয়েছেন পওয়ার। প্রতিরক্ষা মন্ত্রক তার অনুরোধে সাড়া দিতে পারে বলে আশ্বস্ত করেছে।

English summary
CDS General Bipin Rawat deposes of Sharad Pawar and Rahul Gandhi of parliamentary panel. He faces the questions of military foods and Ladakh standoff
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X