For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঁশঝাড়ে সিসিটিভি! পাঞ্চায়েত নির্বাচন ঘিরে এমন নিরাপত্তার প্রস্তুতি কোথায়

পঞ্চায়েত নির্বাচন পর্বের মনোনয় প্রক্রিয়া গিরেই ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য। নির্বাচনের সময়ে যাতে সমস্ত রকমের অশান্তি ঠেকানো যায় তার জন্য চূড়ান্ত তৎপরতায় কাজ করে চলেছে প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচন পর্বের মনোনয় প্রক্রিয়া গিরেই ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য। নির্বাচনের সময়ে যাতে সমস্ত রকমের অশান্তি ঠেকানো যায় তার জন্য চূড়ান্ত তৎপরতায় কাজ করে চলেছে প্রশাসন। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করার দায়িত্ব নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এদিকে, হাওড়ার ডোমকলে প্রতিটি প্রশাসনিক দফতর নিয়ে আসা হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতায়।

বাঁশঝাড়ে সিসিটিভি! পাঞ্চায়েত নির্বাচন ঘিরে এমন নিরাপত্তার প্রস্তুতি কোথায়

[আরও পড়ুন: অনেকটাই বিপন্মুক্ত সোমেন মিত্র, এইমসে থেকে ছাড়া পেয়ে ফেরার অপেক্ষায় পরিজন-অনুগামীরা][আরও পড়ুন: অনেকটাই বিপন্মুক্ত সোমেন মিত্র, এইমসে থেকে ছাড়া পেয়ে ফেরার অপেক্ষায় পরিজন-অনুগামীরা]

আর এজন্যই সেখানকার বিভিন্ন বিডিও অফিসের আশপাশে বসছে সিসিটিভি। এমনকি রানিনগর বিডিও অফিসের পিছনে বাঁশ বাগানেও লাগানো হয়েছে সিসিটিভি। কিন্তু কেন বাঁশঝাড়ে সিসিটিভির প্রয়োজন হল? এ প্রশ্ন উঠতেই প্রশাসন বলছে মনোনয়ন পর্ব থেকেই নিরাপত্তা বাড়াতে চাইছে প্রশাসন। তাই এই উদ্য়োগ।

[আরও পড়ুন:গুরুতর অসুস্থ রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন][আরও পড়ুন:গুরুতর অসুস্থ রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন]

ডোমকল এরাজ্যের রাজনৈতিক মানচিত্রের অন্য়তম উত্তেজনাপূর্ণ এলাকা বলে এমনিতেই পরিচিত। আর পঞ্চায়েত নির্বাচন ঘিরে সেখানে কোনও রকমের অশান্তি বরদাস্ত করতে চাইছে না প্রশাসন। কোনও রকমের আপত্তিজনক ঘটনা ঘটলেই তা যাতে সিসিটিভি বন্দি করে নেওয়া যায়, তার জন্যই রানিনগরের বিডিও অফিসের পিছনের বাঁশঝাড়েও থাকছে সিসিটিভি। যাতে কোনওভাবেই অপরাধ করে কেউ পালাতে না পের, সেজন্যই এই ব্যবস্থা।

[আরও পড়ুন: তৃণমূলেও ভাঙন, বিধায়ককে হারিয়ে আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতিকে পেল কংগ্রেস ][আরও পড়ুন: তৃণমূলেও ভাঙন, বিধায়ককে হারিয়ে আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতিকে পেল কংগ্রেস ]

English summary
cctv camera in importamt areas for Panchayet Election security in West Bengal .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X