For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেলোতে মমতা-সুদীপ্ত গোপন বৈঠক নিয়েও তদন্ত হবে, জানাল সিবিআই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর: সারদা ইস্যুতে ক্রমশই তদন্তকে বিস্তৃত করছে সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত সেনের যে গোপন বৈঠকের কথা কুণাল ঘোষ উল্লেখ করেছেন, তা নিয়ে তারা তদন্ত শুরু করবে শীঘ্রই। সিবিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: সারদা-কাণ্ডে রজতকে গ্রেফতারের পর সৃঞ্জয় বসুকেও জেরা সিবিআইয়ের

তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ সিবিআই-কে জানিয়েছেন, ২০১২ সালের পয়লা মার্চ রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিম্পঙের কাছে ডেলোতে ছিলেন। ওই বাংলোয় রাত বারোটা নাগাদ এসেছিলেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন ও রোজ ভ্যালির মালিক গৌতম কুণ্ডু। সেখানে কুণাল ঘোষ নিজে ছিলেন। মুকুল রায়ও উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন কুণালবাবু। দেড় ঘণ্টা ধরে নানা বিষয়ে কথাবার্তা হয়েছিল। রাত দেড়টার সময় বৈঠক শেষ হলে সুদীপ্তবাবু ও গৌতম কুণ্ডু চলে যান। কেন মাঝরাতে মমতা বন্দ্যোপাধ্যায় এঁদের সঙ্গে গোপনে দেখা করলেন, সেটা জানতেই তদন্ত করবে সিবিআই। সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকেও পাঠাতে পারে মুখ্যমন্ত্রীকে।

সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা গতকালই আত্মবিশ্বাসের সুরে বলেছেন, "আমাদের তদন্ত একদম সঠিক দিকে এগোচ্ছে। অল্প সময়েই ফল মিলবে।" এই বিবৃতি খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সিপিএম নেতা গৌতম দেব, সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কিংবা বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিনহা আগেই অভিযোগ করেছিলেন এই ডেলো পাহাড়ের বৈঠক নিয়ে। সেখানে কী কথা হয়েছিল, তা প্রকাশ্যে আনার দাবি করেছিলেন তাঁরা। এ বার সিবিআই বিষয়টি নিয়ে তদন্তের প্রস্তুতি শুরু করায় মমতার ওপর রাজনীতিক চাপও বেড়ে যাবে সন্দেহ নেই।

English summary
CBI to start investigation regarding alleged meeting of Mamata and Sudipta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X