For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা-কাণ্ডে মন্ত্রী গৌতম দেবকে জেরা করবে সিবিআই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গুতু
কলকাতা, ২৮ জুলাই: সিবিআইয়ের প্রথম নিশানা! সারদা কেলেঙ্কারিতে এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে জেরা করতে চলেছে সিবিআই। ইনি হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সামনের মাসেই তাঁকে ডাকা হচ্ছে। এর পর ডাকা হবে আরও এক মন্ত্রীকে। এ ছাড়া তৃণমূল কংগ্রেসের অন্তত জনা পাঁচেক সাংসদ ও কয়েকজন নেতাকে জেরা করবে সিবিআই। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনই এঁদের ব্যাপারে গোয়েন্দাদের তথ্য দিয়েছেন।

সিবিআই জানিয়েছে, কাদের কবে জেরা করা হবে, তা ঠিক হয়ে গিয়েছে। প্রথমে গৌতমবাবু এবং আর এক মন্ত্রীকে ডাকা হবে। তার পর বাকিদের। যদি বোঝা যায়, এঁরা তথ্য গোপন করছেন বা সত্যিই কেলেঙ্কারিতে গভীরভাবে যুক্ত, তা হলে গ্রেফতারও করা হতে পারে।

নির্দিষ্ট কী অভিযোগ রয়েছে গৌতম দেবের বিরুদ্ধে? সিবিআইয়ের এক অফিসার জানান, শিলিগুড়ির চম্পাসারি খড়াইবাড়িতে একটি বিদ্যালয়ের পরিচালন ক্ষমতা হাতে নিয়েছিল সারদা গোষ্ঠী। ২০ বিঘা জমির ওপর ২৫ হাজার বর্গফুটের ওই স্কুলবাড়ি বাজারদরের চেয়ে বেশি দামে কেনা হয়। ২০১০ সালের ১৩ নভেম্বর থেকে স্কুলটি পরিচালনা শুরু করে সারদা। তখন গৌতম দেব দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। সুদীপ্ত সেন দাবি করেছেন, ওই লেনদেন থেকে গৌতমবাবু লাভবান হয়েছেন। সেই সূত্র ধরে তাঁকে ডাকছে সিবিআই। সুদীপ্তবাবুর কথার সত্যতা যাচাই করা হবে।

শুধু তাই নয়, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে ব্যবসা বাড়ানোর কাজে গৌতম দেব নানাভাবে সহায়তা করেছিল সারদা গোষ্ঠীকে। ইডি তাদের আলাদা তদন্তে গৌতমবাবুর বিরুদ্ধে নানা তথ্য পেয়েছে বলে দাবি করেছে। সেই তথ্য তারা সিবিআইয়ের সঙ্গে ভাগ করে নিচ্ছে। পাশাপাশি, মাটিগাড়ায় নদীর পলি সংস্কার ও শ্মশানে তিনটি বৈদ্যুতিক চুল্লি বসানোর ঘটনায় দুর্নীতি হয়েছে। সেই মামলাতেও গৌতমবাবুকে জেরা করবে ইডি।

English summary
CBI to interrogate minister Goutam Deb in Saradha Scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X