For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজীব কুমার, কী অপেক্ষা করছে তাঁর জন্য

সারদা মামলায় আজ প্রথমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এই মামলায় ২০০৭ সাল থেকে তাকে নোটিস পাঠিয়ে ডাকা হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

সারদা মামলায় আজ প্রথমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এই মামলায় ২০০৭ সাল থেকে তাকে নোটিস পাঠিয়ে ডাকা হয়েছিল। তবে তিনি গত দু বছরে একবারও সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দেননি। বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। যার ফলে দু'বছর পর উপায় না দেখে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথমবার শিলংয়ে রাজীব কুমারকে বেশ কয়েকদিন সিবিআই জেরা করে।

সারদা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজীব কুমার

সারদা সংক্রান্ত মামলার অন্যতম প্রধান ছিলেন রাজীব কুমার। ফলে এই মামলার তল খুঁজে পেতে সিবিআই রাজীব কুমারের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের সচেষ্ট হয়েছে। শিলংয়ে জেরার পর রাজীব কুমারের ওপর থেকে গত মাসে রক্ষাকবচ সরিয়ে নেওয়া হয়। আপাতত এক মাস তাঁকে তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করতে পারবে না। যদিও তার উপর খাড়ার ঝুলছেই। সেই কারণেই সিবিআই এই মামলায় তৎপরতা বাড়িয়েছে।

রাজীব কুমারের পাশাপাশি প্রাক্তন বিধান নগরের পুলিশকর্তা অর্ণব ঘোষকেও ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে। এবং রাজীব কুমারের আগে একবারও কলকাতায় সারদা মামলায় সিবিআইয়ের মুখোমুখি হননি। তবে এদিন তিনি হাজিরা দিচ্ছেন। সিবিআই তাকে কীভাবে জেরা করে এখন সেটাই দেখার।

ইতিমধ্যে অর্ণবের কাছ থেকে সারদা সংক্রান্ত নানা তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। এছাড়াও ৪টি রহস্যময় ট্রাঙ্ক বিধাননগর পুলিশের তরফ থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সেটি সমস্ত নথি খতিয়ে দেখেছে সিবিআই। অর্ণব ঘোষের বক্তব্য এবং রাজীব কুমারের আগের বক্তব্য খতিয়ে দেখা চলছে। তার ওপর ভিত্তি করেই রাজীবকে নতুন প্রশ্নমালা সাজিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

English summary
CBI to grill Rajeev Kumar in Saradha Scam today at CGO complex
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X