For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা তদন্তে অর্ণব ঘোষের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে নানা সূত্র

সারদা মামলায় পরপর দু'দিন, বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্যতম প্রাক্তন কর্তা তথা সারদা মামলার অন্যতম তদন্তকারী অফিসার অর্ণব ঘোষকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

সারদা মামলায় পরপর দু'দিন, বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্যতম প্রাক্তন কর্তা তথা সারদা মামলার অন্যতম তদন্তকারী অফিসার অর্ণব ঘোষকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই। বুধবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা করা হয়। এরপর বৃহস্পতিবার সিবিআই অর্ণব ঘোষকে সাড়ে ৬ ঘণ্টা জেরা করে সিবিআই।

সারদা তদন্তে অর্ণব ঘোষের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে নানা সূত্র

সূত্রের খবর যে সমস্ত তথ্য অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে, সেই সমস্ত তথ্য বেশ কয়েকটি স্তরে যাচাই করে দেখা হবে। বিধাননগর পুলিশ কমিশনারেটের নিচু তলার কর্মী থেকে শুরু করে রাজীব কুমারের বয়ান, অভিযোগকারীদের বক্তব্য ইত্যাদি সবকিছুর সঙ্গে অর্ণব ঘোষ যা বলেছেন তা মিলিয়ে দেখা হবে।

[আরও পড়ুন:আরও দুটি রহস্যজনক ট্রাঙ্কে সারদা মামলায় নথি পৌঁছল সিবিআই দফতরে ][আরও পড়ুন:আরও দুটি রহস্যজনক ট্রাঙ্কে সারদা মামলায় নথি পৌঁছল সিবিআই দফতরে ]

মিডল্যান্ড পার্কের অফিস থেকে যে সমস্ত নথি এর আগে উদ্ধার হয়েছে সেই নথির সঙ্গে অর্ণব ঘোষের বক্তব্য মেলে কিনা তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি এর আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রধান রাজীব ঘোষকে জেরা করে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেগুলির সঙ্গে মিলিয়ে দেখা হবে। আগামী দিনে প্রয়োজন পরলে তাঁকে সিবিআই আবার ডাকতে চলেছে বলে খবর।

English summary
CBI to cross check all data from various sources in Saradha Scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X