For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SSC: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিপাকে সুবীরেশ, ভাগ্নেকে বেআইনি ভাবে চাকরি, তলব করল সিবিআই

SSC: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিপাকে সুবীরেশ, ভাগ্নেকে বেআইনি ভাবে চাকরি, তলব করল সিবিআই

Google Oneindia Bengali News

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। তদন্তকারীরা জানতে পেরেছেন ওএমআর শিটে কারচুপি করে নম্বর বাড়িয়ে নিজের ভাগ্নেকে চাকরি পাইয়ে দিয়েছিলেন সুবীরেশ ভট্টাচার্য। এই ঘটনার তদন্তে সুবীরেশ ভট্টাচার্যের ভাগ্নেকে তলব করেছে সিবিআই। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

সুবীরেশের ভাগ্নেকে তলব

সুবীরেশের ভাগ্নেকে তলব

এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের ভাগ্নেকে তলব করল সিবিআই। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। তদন্তকারীরা জানতে পেরেছেন বেআইনি ভাবে নিজের ভাগ্নেকে চাকরি পাইয়ে দিয়েছিলেন সুবীরেশ। ওএমআর শিটে নম্বর বাড়িয়ে কীভাবে ভাগ্নেকে চাকরি পাইয়ে দেন সুবীরেশ তা জানতেই তাঁর ভাগ্নেকে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। নিজের প্রভাব খাটিয়েই সুবীরেশ ভট্টাচার্য ভাগ্নের চাকরি করে দিয়েছিলেন বলে অভিযোগ।

মুখোমুখি বসিয়ে জেরা

মুখোমুখি বসিয়ে জেরা

আজই সুবীরেশ ভট্টাচার্যের ভাগ্নেকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সেখানেই রয়েছেন সুবীরেশ ভট্টাচার্যও। সূত্রের খবর ভাগ্নে গাজিরা দিলেই সুবীরেশের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। কীভাবে ওএমআর শিটে নম্বর বাড়িয়ে সুবীরেশ ভাগ্নেকে চাকরি পাইয়ে িদয়েছিলেন সেই কৌশল জানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীরা জানতে েপরেছেন ওএমআর শিটের যে নম্বর সার্ভারে আপলোড করা হত তাতেই হত কারচুপি। সেখানেই নম্বর বাড়িয়ে দেওয়া হত। তার জন্য কোটি কোটি টাকার লেনদেন হত বলে মনে করছে তদন্তকারীরা।

মাস্টার মাইন্ড সুবীরেশই

মাস্টার মাইন্ড সুবীরেশই

তদন্তকারীরা দাবি করেছেন ওএমআর শিটের সঙ্গে সার্ভারে আপলোড হওয়া নম্বরে বিস্তর ফারাক থাকত। পুরোটাই করা হত সুবীরেশেন নির্দেশেই। তিনিই ছিলেন নম্বরের কারচুপির মাস্টার মাইন্ড। অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য মোটা টাকা নিয়ে সার্ভাবের নম্বর বাড়িয়ে আপলোড করা হত। ওএমআর শিটের সঙ্গে সেই সার্ভারের নম্বরের বিস্তর ফারাক থাকত। সেই কারণেই ভাগ্নের সঙ্গে সুবীরেশকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে তদন্তকারীরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার পরতে পরতে রয়েছে দুর্নীতির জাল।

প্রাক্তন চেয়ারম্যানদের জেরা

প্রাক্তন চেয়ারম্যানদের জেরা

এর আগে সুবীরেশ ভট্টাচার্যের অধীনস্থ চার কর্মীকে তলব করেছিল সিবিআই। তাঁরা সুবীরেশের নিয়োগ দুর্নীতি কাণ্ডের অনেক তথ্যই জানেন বলে মনে করছিলেন তদন্তকারীরা। কীভাবে সুবীরেশ বেআইনি ভাবে নিয়োগ চালাতেন, তাঁদের কী নির্দেশ দিতেন সেটা জানতেই এই চার কর্মীকে জেরা করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে যে দুই চেয়ারম্যানকে বেআইনি ভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এসএসসির সেই দুই প্রাক্তন চেয়ারম্যানকে তলব করে জেরা করেছে সিবিআই। এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপ শূরকে তলব করে জেরা করা হয়েছে।

হঠাৎ উল্টো সুরে গান গাইছেন শুভেন্দু-সুকান্ত, একশো দিনের কাজের টাকা নিয়ে সুখবর শীঘ্রইহঠাৎ উল্টো সুরে গান গাইছেন শুভেন্দু-সুকান্ত, একশো দিনের কাজের টাকা নিয়ে সুখবর শীঘ্রই

English summary
CBI summoned Subiresh Bhattachaya's nephew in Connection with SSC recruitment scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X