
কাটমানি বিড়ম্বনার মধ্যে মাথাচাড়া দিল চিটফান্ড কেলেঙ্কারি! তদন্তে উঠে এল তৃণমূল সাংসদের নাম
চিটফান্ড তদন্তে গতি যেন আরও বাড়ল। সারদা, রোজভ্যালির পাশাপাশি সিবিআই-এর তরফে সোমবার নিউ ইন্ডিয়া অ্যাগ্রো লিমিটেড নামে এক চিটফান্ড কম্পানির কলকাতা ও জেলার বেশ কয়েকটি অফিসে হানা দেওয়া হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি এই তদন্তে তৃণমূলের এক রাজ্যসভা সদস্য এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীর নামও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এদিন নিউ ইন্ডিয়া অ্যাগ্রো লিমিটেডের এক ডিরেক্টর এবং এক কর্তার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। কলকাতা, কামারহাটি, বর্ধমান, আরামবাগ মিলিয়ে ১৬ টি জায়গায় একসঙ্গে তল্লাশি চলে। তবে এই সংস্থার অন্যতম ডিরেক্টর সৌরভ মণ্ডলে বৌবাজারের বাড়ি এবং অন্যতম কর্তা প্রসেনজিৎ সরকারের আরামবাগের বাড়িতে হানা দিয়ে কাউকেই পাওয়া যায়নি। সিবিআই-এর তদন্তকারী দল অভিযুক্তদের আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করেন।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই মামলায় সুবিধাভোগীদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী-সহ কয়েকজনকে নোটিশ পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।