For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজো মিটতেই গা ঝাড়া দিল সিবিআই, সারদা-কাণ্ডে নোটিশ বস্ত্রমন্ত্রীকে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শ্যামাপদ
কলকাতা, ৪ অক্টোবর: দুর্গোৎসব উপলক্ষে সাময়িক বিরতি ছিল। তা মিটতেই এ বার সারদা-কাণ্ডে ফের কোমর বেঁধে নেমে পড়ল সিবিআই। নোটিশ পাঠানো হল রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়কে। সারদা গোষ্ঠীর সঙ্গে তাঁর কী চুক্তি হয়েছিল, তা জানতে চেয়েছে সিবিআই। চেয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট নথি।

শ্যামাপদ মুখোপাধ্যায় সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে একটি সিমেন্ট কারখানা বিক্রি করেছিলেন। বাঁকুড়া জেলার বড়জোড়ায় কারখানাটি প্রথমে শ্যামাপদবাবুর মালিকানায় ছিল। লোকসানে চলা কারখানাটি তিনি সুদীপ্তবাবুকে অনেক বেশি দামে কিনতে বাধ্য করেন বলে অভিযোগ। এর জেরে তাঁকে দু'বার জেরা করেছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বার সিবিআইয়ের নোটিশ পেলেন তিনি। সারদা গোষ্ঠীর সঙ্গে লেনদেন-সংক্রান্ত সব নথি জমা দিতে বলা হয়েছে আগামী ৯ অক্টোবর। শ্যামাপদবাবু নিজে অথবা কাউকে দিয়ে ওই কাগজপত্র পাঠাতে পারেন। শ্যামাপদবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টও চেয়ে পাঠিয়েছে সিবিআই। ওয়াকিবহাল মহলের মতে, ইডি-র পর এ বার শীঘ্রই সিবিআই জেরার মুখে পড়তে চলেছে বস্ত্রমন্ত্রী।

প্রসঙ্গত, নামবিভ্রাটে জড়িয়ে ইতিমধ্যে যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন বস্ত্রমন্ত্রী। বাঁকুড়া জেলাতে এক সময় তিনি পরিচিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে। অথচ মন্ত্রী পদে শপথ নেওয়ার সময় নিজের নাম লেখেন শ্যামাপদ মুখোপাধ্যায়। রাজভবন থেকে তাই চেয়ে পাঠানো হয়েছে উপযুক্ত নথি। বলা হয়েছে, শ্যামাপ্রসাদ আর শ্যামাপদ যে একই লোক, তা প্রমাণ করতে হবে। তাই মন্ত্রীকে তাঁর স্কুল-কলেজের সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র, পাসপোর্ট ইত্যাদি জমা দিতে বলা হয়েছে।

English summary
CBI sends notice to textile minister of Bengal regarding Saradha Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X