For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু পাচারের টাকা বাংলা সিনেমাতে! দেব ঘনিষ্ঠ পিন্টুকে তলব করল সিবিআই

গত কয়েকদিন আগেই এই মামলায় অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার নজরে দেবের সহ-প্রযোজক। গরু পাচার-মামলায় সহ-প্রযোজক পিন্টু মণ্ডলকে তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। মাত্র ২৪ ঘন্টার নোটিশ

  • |
Google Oneindia Bengali News

গরু পাচার-কান্ডে নয়া মোড়। গত কয়েকদিন আগেই এই মামলায় অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার নজরে দেবের সহ-প্রযোজক। গরু পাচার-মামলায় সহ-প্রযোজক পিন্টু মণ্ডলকে তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। মাত্র ২৪ ঘন্টার নোটিশে তাঁকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

দেব ঘনিষ্ঠ পিন্টুকে তলব করল সিবিআই

অর্থাৎ আগামীকাল শুক্রবারই সিবিআই অফিসে আসতে বলা হয়েছে। গরু পাচার-কান্ডে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা। আর সেই কারণেই দেব ঘনিষ্ঠকে তলব বলে মনে করা হচ্ছে।

রাজ্যে প্রায় কয়েক মাস হয়ে গিয়েছে গরু পাচার-কান্ডে তদন্ত করছে সিবিআই। বাংলার বিধানসভা ভোটের আগে থেকেই এই মামলার তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। মুলত আর্থিক বিষয়টি দেখছে ইডি। এই মামলায় ইতিমধ্যে একাধিক প্রভাবশালীকে জেরা করেছে সিবিআই। এমনকি সেই তালিকাতে একাধিক তৃণমূল নেতাও রয়েছেন। রয়েছেন প্রশাসনের আধিকারিকরাও।

এমনকি গরু পাচারে মূল অভিযুক্ত এনামুল হককে গ্রেফতারও করা হয়েছে। তাঁকে জেরা করে একাধিক নাম পেয়েছে তদন্তকারীরা। এমনকি গরু পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্যও নাকি হাতে এসেছে তদন্তকারীররা।

তবে গত কয়েকদিন আগে গরু পাচার-মামলায় অনুব্রত মন্ডলকে পর্যন্ত তলব করা হয়েছে। বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে তাঁকে তলব করা হয়। যদিও অসুস্থ থাকার কারণে তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে নতুন করে সময় চেয়ে নেন। জানা যায় চলতি মাসের শেষেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। তবে এর মধ্যে একাধিক সাক্ষীকে জেরা করে দেবের নাম পান তদন্তকারীরা। তৃণমূল সাংসদকে আর্থিক সাহায্য নাকি করেছেন এনামুল।

এমনকি বেশ কিছু দামি উপহারও দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতেই পাঁচ ঘন্টা ধরে জেরা করা হয়েছে অভিনেতাকে। যদিও জেরা শেষে অভিনেতা জানিয়েছেন এনামুলকে তিনি চেনেন না। এমনকি কোনও আর্থিক সুবিধাও তিনি নেননি বলে জানিয়েছেন।

যদিও কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন দেবের সিনেমাতে গরু পাচারের টাকা যেতে পারে। কারন জেরায় এনামুল জানিয়েছেন তিনি বাংলা সিনেমাতে টাকা ঢেলেছেন। আর তা দেবের সিনেমাতে নয় তো? আর তা জানতে চেয়েই দেবের সহ-প্রযোজককে সমন সিবিআইয়ের। এমনটাই সূত্রে জানা যাচ্ছে। আরও বেশ কিছু নিরিদষ্ট প্রশ্নের উত্তরও তাঁর কাছ থেকে জানতে চাওয়া হবে বলেও জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে সিবিআইয়ের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে দেবকে নতুন করে আর তলব করা হয়নি। তবে তাঁর দেওয়া উত্তরের সঙ্গে সাক্ষীদের দেওয়া তথ্য এই মুহূর্তে মিলিয়ে দেখার কাজ চলছে।

English summary
cbi send notice to tmc mp dev close producer on cow smuggling case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X