For Quick Alerts
For Daily Alerts
রোজভ্যালি কাণ্ডে ফের নজর সিবিআইয়ের, নবান্নে পৌঁছল চিঠি
চিটফান্ড কাণ্ডে আরও একধাপ এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, রোজভ্যালি সংক্রান্ত কারণে এবার নবান্নে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার রাজ্যের মুখ্যসচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে।

শুধু তাই নয় সূত্রের মারফত আরও জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে অর্থ দফতরের এক আধিকারিককে তলব করা হয়েছে সিবিআই দপ্তরে।
জানা যাচ্ছে, ওই আধিকারিক অর্থ দফতরের অফিসার অফ স্পেশাল ডিউটি পদমর্যাদার। তাকে আগামী ১৮ অক্টোবর সল্টলেক সিজিও কমপ্লেক্সে যাওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে এই মামলা সংক্রান্ত পর্যাপ্ত নথি চাওয়া হলেও তা পাওয়া যায়নি বলে দাবি সিবিআই এর। তাই ওই অফিসারকে তলব করা হয়েছে।