For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌগত থেকে শুভেন্দু - কেন গ্রেফতার নয় নারদ কাণ্ডে? কী জবাব সিবিআইয়ের

সৌগত থেকে শুভেন্দু - কেন গ্রেফতার নয় নারদ কাণ্ডে? কী জবাব সিবিআইয়ের

Google Oneindia Bengali News

শুধু মুকুল রায় নন, নারদ কাণ্ডে গ্রেফতার করা হয়নি শুভেন্দু অধিকারীকেও। কেন তার ব্যাখ্যা দিয়েছে সিবিআই। শুভেন্দুর বিরুদ্ধে তদন্তের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে অনুমতি চেয়েছিল সিবিআই কিন্তু তার জবাবা এখনও এসে পৌঁছয়নি। সেকারণেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সিবিআইয়ের দাবি শুভেন্দু সহ একাধিক তৃণমূল সাংসদের পদক্ষেপ করার জন্য লোকলভার সাংসদের কাছে আবেদন জানিয়েছে তারা। কিন্তু কোনও জবাব তাঁরা পাননি।

নারদা কাণ্ডে গ্রেফতারি

নারদা কাণ্ডে গ্রেফতারি

নারদকাণ্ডে সাত সকালে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের চার বিধায়ককে। সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। এঁদের মধ্যে দুইজন আবার মমতার নতুন মন্ত্রিসভার মন্ত্রী। ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। আরেক জন সারদা কাণ্ডে জেল ছিলেন দীর্ঘদিন। সেখান থেকে জামিনে ছাড়া পেয়ে ভোটে দাঁড়িয়ে জিতে আবার বিধায়ক হয়েছে। আর শোভন চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তাঁর কোনও রাজনৈতিক পরিচয় নেই। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটের আগে থেকে বিজেপির সঙ্গেও কার্যত সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলেন।

শুভেন্দুকে গ্রেফতারি নয় কেন

শুভেন্দুকে গ্রেফতারি নয় কেন

চার তৃণমূল কংগ্রেস বিধায়ককে সিবিআইয়ের গ্রেফতারির পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কেন গ্রেফতার করা হচ্ছে না শুভেন্দু অধিকারীকে। স্টিং অপারেশনে তো টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। তার জবাবে সিবিআই জানিয়েছে যে সময়ে ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে লোকসভা সাংসদ ছিলেন শুেভন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে তদন্তের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে অনুমতি চেয়েছিলেন তাঁরা কিন্তু সেখান থেকে কোনও জবাব তাঁরা পাননি। এই একই কারণে তৃণমূলের আরও কয়েক জন সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, অপরূপা পোদ্দারদেরও গ্রেফতার করতে পারছেন না তাঁরা। পাঁচ বার তাঁরা অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন কিন্তু তার কোনও জবাব তাঁরা পাননি।

শুভেন্দুকে নিশানা তৃণমূলের

শুভেন্দুকে নিশানা তৃণমূলের

একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হচ্ছে না শুভেন্দু অধিকারীকে এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়নি। একই যু্ক্তিতে গ্রেফতার করা হয়নি মুকুল রায়, শঙ্কু পণ্ডাকেও। যদিও মুকুল রায়ের ক্ষেত্রে আলাদা যুক্তি দিয়েছে সিবিআই। মুকুল রায়কে গ্রেফতার করার মতো পোক্ত প্রমাণ তাঁদের কাছে নেই সেই কারণেই গ্রেফতার করা হয়নি তাঁকে এমনই জানিয়েছেন সিবিআইয়ের আধিকারীকরা।

নারদ কাণ্ডে মুকুল রায় কেন গ্রেফতার নয়, তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে কী বলছে সিবিআইনারদ কাণ্ডে মুকুল রায় কেন গ্রেফতার নয়, তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে কী বলছে সিবিআই

প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি

প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি

ভোটে হেরেও মানুষের রায় মেনে নিতে পারছে না বিজেপি। সেকারণেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এই সব কাজ করছে। চার বিধায়কের গ্রেফতারির পর কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পর্যন্ত অভিযোগ করেছেন বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায়না। এদিকে দলের বিধায়কদের গ্রেফতারির প্রতিবাদে নিজাম প্যালেসে কার্যত ধর্না দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
CBI says why they can't arrest Suvendu Ashikari in Narda sting operation case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X