For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা পাচার কাণ্ডে তৎপরতা বাড়াল সিবিআই! বাংলা সহ তিন রাজ্যে ৪০টি জায়গায় খানা তল্লাশি

বাংলায় কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য ঠেকাতে তৎপর সিবিআই, রাজ্য জুড়ে ৪০টি জায়গায় আচমকা হানা

  • |
Google Oneindia Bengali News

কয়লা পাচার কাণ্ডের ফের তৎপরতা বাড়াল সিবিআই। লক্ষ্য এবার বাংলা। সূত্রের খবর, পাচার কাণ্ডের যোগসূত্র রয়েছে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির বাড়ি সহ এক যোগে বাংলা সহ তিন রাজ্যে প্রায় ৪০টি জায়াগায় হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুর্নীতি দমন শাখা। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এদিকে আচমকা সিবিআই হানার জেরে অস্বস্তিতে রাজ্য প্রশাসনও।

তল্লাশি অভিযানে সিবিআই-র ২২টি দল

তল্লাশি অভিযানে সিবিআই-র ২২টি দল

দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের পাশাপাশি রানিগঞ্জ, দুর্গাপুরের কোলিয়ারি এলাকা সহ প্রায় ৪০টির বেশি জায়গাতেও খানা তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শনিবার সকালেই কলকাতার নিজাম প্যালেস তল্লাশি অভিযানে বেরিয়েছে সিবিআই-র দুর্নীতি দমন শাখার প্রায় বাইশটি দল।

মাঠে নেমেছে ইডিও

মাঠে নেমেছে ইডিও

এদিকে গত কয়েকদিন আগে থেকেই কয়লা পাচার কাণ্ডে তৎপরতা বাড়িয়েছিল আয়কর বিভাগও। মাঠে নেমেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরাও। সর্বাধিক বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে কয়লা পাচার কাণ্ডের মূল চাঁই অনুপ মাজি ওরফে লালার বিরুদ্ধে। লালা সহ তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও এদিন খানা তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

কী ভাবে চলত কাজ-কারবার?

কী ভাবে চলত কাজ-কারবার?

সূত্রের খবর, কাঁচা কয়লা উত্তোলন করে জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে অনুপের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই হাত ধুয়ে পড়েছে আয়কর দফতরও। প্রচুর গুরুত্বপূর্ণ নথিও ইতিমধ্যে তাদের হাতে এসেছে বলে জানা যাচ্ছে। যার সূত্র ধরেই গোটা চক্রকেই বাগে আনার চেষ্টা করছে সিবিআই। পাশাপাশি অনুপ মাজির বিরুদ্ধে প্রচুর হিসেব বহির্ভূত সম্পত্তি তৈরির অভিযোগ রয়েছে আয়কর দফতরের কাছে৷

এখনও মূল পাণ্ডা খোঁণজ পায়নি সিবিআই

এখনও মূল পাণ্ডা খোঁণজ পায়নি সিবিআই

যদিও হাজারক চেষ্টা করে এখনও মূল পাণ্ডা অনুপ মাজির খোঁজ পানি সিবিআই। তবে তার অফিস ও ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতে হানা দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে এখন কী তথ্য এল সেটাই দেখার। তবে বাংলার মাটিতে কয়লা পাচারকারীদের রমরমা এই নতুন নয়। এর আগেও একাধিক ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি দুর্গাপুর, রাণিগঞ্জে কোল মাফিয়াদের দৌরাত্মের পিছনে প্রশাসনের প্রছন্ন মদত রয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা।

কনকনে শীত কড়া নাড়ছে! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোন সতর্কতা হাওয়া অফিসেরকনকনে শীত কড়া নাড়ছে! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোন সতর্কতা হাওয়া অফিসের

English summary
cbi raids 40 places across west bengal to curb coal mafia activities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X