For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে স্বাধীন ট্রাস্ট, কেষ্ট ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ীর বড়িতে CBI হানা, জেলে ফের জেরা অনুব্রতকে

নজরে স্বাধীন ট্রাস্ট, কেষ্ট ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ীর বড়িতে CBI হানা, জেলে ফের জেরা কেষ্টকে

Google Oneindia Bengali News

ঘনীয়ে আসছে অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। তার আগে ফের কোমর কষেছে সিবিআই। ফের বোলপুরে সিবিআই তৎপরতা। অনুব্রত মণ্ডলের জ্যোতিষীকে জেরা করার পর আজ ফের বোলপুরের কালিকাপুরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী হংসগোপাল ঘোষের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই। এদিকে আবার আসানসোলের জেলেও কেষ্টকে জেরা করা হচ্ছে।

কেষ্ট ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই হানা

কেষ্ট ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই হানা

গতকালের পর আজ ফের বোলপুরে সিবিআই তৎপরতা। অনুব্রত মণ্ডলের জ্যোতিষীকে েজরা করার পর আজ ফের কালিকাপুরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী হংসগোপাল ঘোষের বাড়িত তল্লাশি শুরু করেছে সিবিআই। যদিও তিনি বেঁচে নেই। তাঁর চার ছেলে রয়েছেন। তাঁরাই ব্যবসা দেখেন। কেষ্টর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে এই হংসগোপাল ঘোষের যোগ পেয়েছে সিবিআই। সেকারণেই তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেছে সিবিআই। কোনও বেআইনি আর্থিক লেনদেন কেষ্টর সঙ্গ এই ব্যবসায়ীর ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

অনুব্রতকে জেরা

অনুব্রতকে জেরা

আজ ফের আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা করছে সিবিআই। এদিকে আজই তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে আদালতে পেশ করা হবে। অনুব্রত মণ্ডলের বেআইনি আর্থিক লেনদেনে নাম জড়িয়েছে স্বাধীন ট্রাস্টের। এই ট্রাস্টের এতাধিক আইটি কলেজ এবং স্কুল রয়েছে। সেই খানে গরুপাচারের কালো টাকা লেনদেন করা হত বলে মনে করছে তদন্তকারীরা। সেকারণেই ব্যাঙ্কের সেই সব নথি সামনে রেখে কেষ্টকে জেরা করছে সিবিআইউ।

গরুপাচারের টাকায় বিপুল সম্পত্তি

গরুপাচারের টাকায় বিপুল সম্পত্তি

অনুব্রত মণ্ডলের আর্থিক লেনদেনের হদিশ পেতে বোলপুরের একাধিক রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের হদিশ কর্তাদের তলব করেিছলেন সিবিআই আধিকারীকরা। তাঁরা একাধিক নথি সিবিআইকে জমা দিয়েছে। তার ভিত্তিতেই গরুপাচার কাণ্ডের টাকার লেনদেন নিয়ে কীভাবে খতিয়ে দেখা হবে তা খতিয়ে দেখা হবে বলে জািনয়েছেন সিবিআই অফিসাররা। সেকারণে তৎপরতা শুরু করেছে সিবিআই। সেকারণে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল সিবিআই।

কেষ্টকে ভিন রাজ্যে িনয়ে যাওয়ার চেষ্টা

কেষ্টকে ভিন রাজ্যে িনয়ে যাওয়ার চেষ্টা

কেষ্টকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সিবিআই। প্রভাবশালী নেতা হিসেবে তাঁকে জেলে রেখে জেরা করতে চাইছে সিবিআই। এদিকে ইডিও গরুপাচার কাণ্ডে তৎপর হয়ে উঠেছে বিজেপি। এই নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। তবে কিছুতেই সিবিআই তাঁকে জেরা করতে আরও তথ্য হাতে পেতে চাইছে সিবিআউই। সেকারণেই একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই।

'চোর' স্লোগানে গলা মিলিয়েছে শাসক দলের ১০০ বিধায়ক, ধন্যবাদ জানালেন শুভেন্দু'চোর' স্লোগানে গলা মিলিয়েছে শাসক দলের ১০০ বিধায়ক, ধন্যবাদ জানালেন শুভেন্দু

English summary
CBI raid at Anubrata Mandal Close
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X