সারদা মামলায় সিটের তদন্ত নিয়ে প্রশ্ন তুলল সিবিআই
সারদা মামলায় রাজ্য প্রশাসনের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে কাঠগড়ায় তুলল সিবিআই।

সিবিআইয়ের কাছে রাজীব কুমারের হাজিরার নোটিশ সংক্রান্ত মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে রাজ্য প্রশাসনের তদন্তে সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের আইনজীবী ওয়াই জে দস্তুর অভিযোগ করেন, 'বারবার ভুল তথ্য দিয়েছেন রাজীব কুমার, মিথ্যে বলেছেন বারবার।
সারদা মামলায় কম্পিউটারের শুধুমাত্র মনিটর বাজেয়াপ্ত করেছিল রাজ্যের তদন্তকারী সংস্থা 'সিট'। একটিও সিপিইউ বাজেয়াপ্ত করা হয়নি। মনিটর বাজেয়াপ্ত করে কি হবে? তথ্য তো থাকে সিপিইউতে।'

দস্তুরের আরও অভিযোগ, 'চিট-ফান্ড কান্ড সামনে আসার পরই অসম সরকার তদন্তভার সিবিআইয়ের হতে হস্তান্তর করে। কিন্তু মামলার প্রথম থেকেই এরাজ্যের সরকার সিবিআইয়ের বিরোধিতা করে আসছে। গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলা হয়েছে, বিকৃত করা হয়েছে।'
[আরও পড়ুন: অবৈধভাবে মজুত বিপুল পরিমাণ বালি বাজেয়াপ্ত বাঁকুড়ায়]
অন্যদিকে, রাজীব মামলায় সংবাদ মাধ্যমে বেরোনো খবরের জেরে রাজীব কুমারকে বিরম্বনায় পরতে হচ্ছে বলে শুনানির ২৫ দিনের এদিন ইন ক্যামেরা বা রুদ্ধদ্বার কক্ষে মামলার শুনানির জন্য আবেদন করেন রাজিবের আইনজীবী মিলন মুখোপাধ্যায়। তার মৌখিক আবেদনে আদালত তা মঞ্জুর করেন।
[আরও পড়ুন: নাইট ডিউটিতে স্বামী, খাটের তলায় আয়েশ স্ত্রীর প্রেমিকের! হুলুস্থূল-কাণ্ড সোনারপুরে]