For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মুক্তি’ মিলল না ১১ ঘণ্টা জেরা শেষেও, রাজীবকে রোজভ্যালি-কাণ্ডে জেরার প্রস্তুতি

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ও কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে একসঙ্গে বসিয়ে চার ঘণ্টা জেরা করল সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ও কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে একসঙ্গে বসিয়ে চার ঘণ্টা জেরা করল সিবিআই। তবু এখনও বয়ান রেকর্ড শেষ হয়নি। তাঁদের ফের সোমবার দফায় দফায় একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে। এদিনই তাঁদের পৃথক পৃথকভাবে সাতঘণ্টা জেরা করা হয়। অর্থাৎ একদিনে মোট ১১ ঘণ্টা জেরার মুখে পড়তে হয় তাঁদের।

রাজীবের ‘মুক্তি’ মিলল না ১১ ঘণ্টা জেরা শেষেও

রাজীব কুমার ও কুণাল ঘোষকে ফের একসঙ্গে জেরা করার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই রোজভ্যালি-কাণ্ডেও আলাদা করে জেরা করা হতে পারে রাজীব কুমারকে। ইতিমধ্যে রোজভ্যালি তদন্তের দায়িত্বপ্রাপ্ত সিবিআই আধিকারিক হাজির হয়ে গিয়েছেন শিলংয়ে। তিনি সোমবার জেরা করতে পারেন রাজীবকে। অর্থাৎ এখনই রাজীবের মুক্তি ঘটছে না জেরা থেকে।

রাজীব কুমারকে শনিবার থেকেই জেরা করা হচ্ছিল। এদিন সকাল থেকে শিলংয়ে জেরা শুরু করা হয় কুণাল ঘোষকে। রাজীব কুমারকেও এদিন দীর্ঘ জেরা করেন সিবিআই আধিকারিকরা। শেষে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেই তথ্য বের করে আনার চেষ্টা চালান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, কুণাল ঘোষ বহুবার তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ এনেছেন চিটফান্ড-কাণ্ডে। আগে বেশ কয়েকবার সিজিও কমপ্লেক্সে ডেকে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখানেই সিবিআই আধিকারিকদের সামনে তিনি অভিযোগ করেন কলকাতা পুলিশ তথা সিটের বিরুদ্ধে। সেসব বয়ান রেকর্ডও রয়েছে। এবার মুখোমুখি বসিয়ে জেরা করে সেইসব বয়ানও রেকর্ড করা হচ্ছে।

সিবিআই আধিকারিকরা উভয় বয়ানই খতিয়ে দেখবেন। সেখানে কোনও অসঙ্গতি মেলে কি না, তা যেমন দেখা হবে, তেমনই আগে রাজীবের উত্তরের সঙ্গে মুখোমুখি বসিয়ে উঠে আসা তথ্যের মধ্যে কোনও অমিত মেলে কি না, তাও দেখা হবে। এদিন উভয়কে একসঙ্গে বসিয়ে জেরায় বয়ান রেকর্ড সম্পূর্ণ হয়নি। সেই কারণেই ফের সোমবার হওয়ার সম্ভাবনা।

English summary
CBI officials will question more Rajeev Kumar and Kunal Ghosh to sit face to face. CBI will record the speech of them at Shilong again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X