For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা-কাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি, পাকড়াও দেবব্রত সরকার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

দেবু
কলকাতা, ২০ অগস্ট: সারদা কেলেঙ্কারিতে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি! বুধবার বিকেলে গ্রেফতার হলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার ওরফে নীতু। তাঁকে আগামীকাল আদালতে তোলা হবে।

সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত সেন ও কুণাল ঘোষ অনেক রাঘববোয়ালের নাম করেছিলেন। সেই তালিকায় ছিল দেবব্রতবাবুর নাম। অভিযোগ, সেবি (সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া)-র অফিসারদের 'ম্যানেজ' করবেন, এই বলে সুদীপ্ত সেনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন দেবব্রতবাবু। এমনকী, তাঁকে ভয় দেখিয়েও দেবব্রত সরকার প্রচুর টাকা নিয়েছিলেন। গত ১৪ অগস্ট দেবব্রতবাবুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। উদ্ধার হয় প্রচুর নথি। অন্তত পাঁচ ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। সিবিআই বলেছিল, দরকারে আবার তাঁকে ডাকা হবে।

এ দিন ফের সকাল সাড়ে দশটা তাঁকে ডেকে পাঠায় সিবিআই। তিনি হাজিরাও দেন। নানা বিষয়ে ধোঁয়াশা থাকায় সিবিআই তাঁকে দীর্ঘ জেরা শুরু করে। কিন্তু দেবব্রতবাবুর কথায় অসঙ্গতি ধরা পড়ায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। সিবিআইয়ের ধারণা, তাঁকে হেফাজতে রেখে প্রশ্ন করলে অনেক কিছু জানা যাবে। আজকের ঘটনায় চাপে থাকবেন শাসক দল তথা প্রশাসনের অনেক রাঘববোয়ালরা। কারণ ওয়াকিবহাল মহলের মতে, দেবব্রতবাবুকে দিয়ে শুরু হল। এ বার পরপর প্রভাবশালীদের গ্রেফতার করবেন সিবিআই গোয়েন্দারা।

English summary
CBI makes first arrest in Saradha Scam, takes Debabrata Sarkar into custody
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X