For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

TET দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের খোঁজে লুকআউট নোটিশ সিবিআইয়ের

টেট দুর্নীতি মামলাতে নয় মোড়। পালাসিপাড়ার বিধায়কের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিবিআই। গত কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে, খোঁজ পাওয়া যাচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। এমনকি তাঁর খোঁজে বিভিন

  • |
Google Oneindia Bengali News

টেট দুর্নীতি মামলাতে নয় মোড়। পালাসিপাড়ার বিধায়কের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিবিআই। গত কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে, খোঁজ পাওয়া যাচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। এমনকি তাঁর খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

মানিক ভট্টাচার্যের খোঁজে লুকআউট নোটিশ সিবিআইয়ের

কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে। আর এই অবস্থায় কার্যত কড়া পদক্ষেপ সিবিআইয়ের।

মানিক ভট্টাচার্যের খোঁজে এবার লুকআউট নোটিশ জারি করল সিবিআই। দেশ ছেড়ে যে কোনও সময় পালাতে পারেন বিধায়ক। আর সেই কারণে এই নোটিশ জারি করা হল। এমনকি দেশের সমস্ত বিমানবন্দরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। ছবি এবং মামলার সমস্ত বিস্তারিত বিবরণ বিমানবন্দরগুলিতে পাঠানো হয়েছে। এমনকি পাসপোর্ট নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকেও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

টেট দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে মানিক ভট্টাচার্যকে একাধিকবার জেরা করা হয়েছে। এমনকি তাঁর বাড়িতেও তদন্ত চালিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। একাংশের মতে, বড়সড় এই কেলেঙ্কারির অন্যতম ষড়যন্ত্রী হিসাবে মানিকের নাম জড়িয়েছে। এমনকি তাঁর অঙ্গুলিহেলনে অনেক কিছু ঘটেছে বলেও অনুমান তদন্তকারীদের।

আর এই অবস্থায় তাঁকে জেরা করতে চেয়ে একাধিকবার যোগাযোগ করা হয় মানিকের সঙ্গে। কিন্তু তাঁর ফোন বন্ধ। এমনকি হোয়াটস অ্যাপ মেসেজও যাচ্ছে না। এই বিষয়ে তাঁর ছেলের সঙ্গে তদন্তকারীরা যোগাযোগ করেন। কিন্তু সেখানেও খালি হাতে ফিরে এসেছেন গোয়েন্দারা। এমনকি মানিকের আইনজীবীর সঙ্গেও সিবিআই যোগাযোগ করেন। কিন্তু কেউ কোনও তথ্য মানিকের বিরুদ্ধে দিতে পারেনি।

এই অবস্থায় পলাশিপাড়া-নদিয়া সহ বিভিন্ন জায়গাতে গত ২৪ ঘন্টা ধরে মানিকের খোঁজে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এমনকি তাঁর পৈতৃক বাড়িতেও যান তদন্তকারীরা। কিন্তু দেখা যায় বাড়িতে কেউ ই নেই। এমনকি বাইরে থেকে তালা বন্ধ। আর এরপরেই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধের লুক আউট নোটিশ জারি করল সিবিআই। দেশ ছেড়ে যাতে কোনও ভাবে না পালাতে পারে সেদিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত বলে খবর।

বলে রাখা প্রয়োজন, শেষবার ইডির দফতরে দেখা যায় তৃণমূল বিধায়ককে। আর এরপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর।

তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। একযোগে শাসকদল তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি সহ বিরোধী রাজনৈতিকদলগুলি। হাইকোর্টের নির্দেশে টেট কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকি আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আর এর মধ্যেই এই ঘটনা নয়া মাত্রা যোগ করেছে।

ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, নাড্ডা সহ ২৪ জনের সম্পত্তি বৃদ্ধি কীভাবে? নয়া মামলা হাইকোর্টে ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, নাড্ডা সহ ২৪ জনের সম্পত্তি বৃদ্ধি কীভাবে? নয়া মামলা হাইকোর্টে

English summary
CBI issues lookout notice for Manik bhattacharya as no clue found
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X