For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট পরবর্তী হিংসা মামলায় এবার বিধায়ক পরেশ পালের ৮ ঘনিষ্ঠকে তলব সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসা মামলায় এবার বিধায়ক পরেশ পালের ৮ ঘনিষ্ঠকে তলব সিবিআইয়ের

Google Oneindia Bengali News

ভোট পরবর্তী হিংসা মামলায় এবার পরেশ পালের ৮ সহযোগীেক তলব করল সিবিআই। গতকালই তিন জন হাজিরা গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। আরও কয়েরজনকে তলব করা হয়েছে হাজিরা দেওয়ার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য কাঁকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় বিধায়ক পরেশ পালকে জেরা করেছে সিবিআই। তাঁর পরিবারের অভিযোগ ছিল পরেশ পাল চক্রান্ত করে খুন করেছিেলন বিজেপি কর্মীকে।

ভোট পরবর্তী হিংসা মামলায় এবার বিধায়ক পরেশ পােলর ৮ ঘনিষ্ঠকে তলব সিবিআইয়ের

২০২১-র বিধানসভা নির্বচনের ফলাফল প্রকাশের পরেই খুন হয়েছিলেন কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। নারকেল ডাঙার বাসিন্দা ছিলেন অভিজিৎ সরকার। তারপরেই তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তাতে পরেশ পােলর নাম উল্লেখ করা হয়েছিল। পরেশ পাল ভোটের আগেই নাকি তাঁকে খুন করার হুঁশিয়ারি দিয়েছিেলন এমনই অভিযোহ করেছিেলন অভিজিৎ সরকারের দাদা।

সেই মামলায় পরেশ পালকে জেরা করে সিবিআই। যেদিন পরেশ পালকে সিবিআই হাজিরা দিতে বলা হয়েছিল সেদিন পরেশ পাল পৌঁছনোর পরেই সেখানে হাজির হয়ে গিয়েছিলেন অভিজিৎ সরকারের দাদা। তিনি জানিয়েছিলেন সিবিআই চাইলে তাঁকে পরেশ পালের মুখোমুখি বসিয়ে েজরা করতে পারে। সিবিআই তাঁকে ডাকার আগেই তিনি হাজির হয়ে গিয়েছেন। তারপরেই পরেশ পালের ৮ সহযোগীকে গতকাল তলব করে সিবিআই। তাতে নাম রয়েছে অসিত বাড়ি, সন্তু ভৌমিক, রণজিৎ দে, রাজদীপ সিং, রবি মান্না, তুষারকান্তি দে এবং সমীর দলুই কে। ইতিমধ্যেই তিনজন হাজিরা দিয়েছেন সিবিআই দফতরে।

পঞ্চম অর্থ কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার, মাথায় সেই অভিরূপ সরকারপঞ্চম অর্থ কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার, মাথায় সেই অভিরূপ সরকার

একের পর এক সিবিআই মামলায় জর্জরিত রাজ্য সরকার। বগটুই কাণ্ড থেকে শুরু করে খুব সাম্প্রতিক কালে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবআই জেরার মুখে পড়তে হয়েছে শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। আজও সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তিনি। এর আগে তিনবার জেরা করা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরে অধিকারীকে। পরেশ অধিকারীর েময়ের চাকরি খারিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আবার গরু পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়েছে।শাসক দলের একের পর এক নেতা মন্ত্রীকে সিবিআই জেরার মুখে পড়তে হচ্ছে।

English summary
CBI issued notice to TMC MLA Paresh Pal aids
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X