
ফের সিবিআই তলব অনুব্রতকে, দেবের পর গরুপাচার কাণ্ডের তদন্তে কেষ্টকে জেরার নোটিস
অভিনেতা সাংসদ দেবের পর এবা বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে তলব কল সিবিআই। গরুপাচার কাণ্ডে এবার সিবিআইকে জেরা করতে চায় তদন্তকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই ভোট পরবর্তী হিংসা মামলা অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। তাই নিয়ে হাইকোর্টে রক্ষাকবচ পেয়েছে তৃণমূল কংগ্রেস নেতা।

অনুব্রতকে তলব
ভোট পরবর্তী হিংসার মামলার পর এবার গোরুপাচার কাণ্ডে তলব করা হল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে এর আগে ভোট পরবর্তী হিংসা মামলা তলব কলেছিল সিবিআই। পর পর ২ বার তলব করা হলেও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। ২ বারই নিজের অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। এবার গোরুপাচার কাণ্ডে তলব করা হল অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল অভিনেতা এবং সাংসদ দেবকে এই ঘটনার তদন্তে তলব করেছে সিবিআই।

১৪ ফেব্রুয়ারি হাজিরা
গরুপাচার মামলায় আগামী ১৪ ফেব্রুয়ারি তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাঁকে। এদিকে ভোট পরবর্তী হিংসা মামলা আগেই আদালতকে তিনি জানিয়েছিলেন বীরভূম থেকে তিনি বারবার কলকাতায় এসে হাজিরা দিতে পারবেন না। কারণ তাঁর শরীর ভীষণ অসুস্থ। তবে এই নিয়ে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার হাতে সিবিআইয়ের সমন পৌঁছেছে কিনা সেটাও জানা যায়নি।

অনুব্রতকে রক্ষাকবচ
ভোট পরবর্তী মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। তাতে কলকাতা হাইকোর্ট সিবিআইকে জানিয়েেছ, সাক্ষী হিসেবে তাঁকে জেরা করা যেতেই পারে কিন্তু তাকে গ্রেফতার করা যাবে না। চার সপ্তাহ পর আদালতে হলফনামা দিয়ে সিবিআইকে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে অনুব্রত মণ্ডল জানিয়েছেন তিনি দুর্গাপুরে হাজিরা দিতে পারবেন। তবে কলকাতায় তাঁর পক্ষে বারবার এসে হাজিরা দেওয়া সম্ভব নয়। এদিকে আদালত তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

দেবকে তলব
গতকাল অভিনেতা দেবকেও গরুপাচার কাণ্ডে তলব করেছে সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে হয়েছে নিজাম প্যালেসে। অর্থাৎ তার আগের দিন ১৪ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে এই মামলায় জেরা করতে চায় সিবিআই। গরু পাচার কাণ্ডের তদন্তে সাক্ষীদের বয়ানে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম উঠে আসার কারণেই তাঁকে সিবিআই সমন পাঠিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার তাঁকে এক সপ্তাহের সময় দিয়ে নোটিস পাঠানো হয়েছে। দেবের দফতরে সিবিআইয়ের সেই নোটিস পৌঁছেছে বলেও জানা গিয়েছে।
'বেকার ব্যক্তি শুধুই কংগ্রেস রাজপুত্র', বেকারত্ব প্রসঙ্গে রাহুলকে খোঁচা বিজেপি সাংসদের