For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও বিপাকে বিনয় মিশ্র, গরুপাচার কাণ্ডে রেডকর্নার নোটিশ জারির প্রস্তুতি সিবিআই-এর

গরুপাচার কাণ্ডে আরও বিপাকে পড়তে চলেছেন তৃণমূল যুক কংগ্রেস নেতা বিনয় মিশ্র (vinay mishra)। তাঁর বিরুদ্ধে রেড কর্নার (red corner) নোটিশ জারির প্রস্তুতি নিয়ে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (cbi)। যার জন্য আদাল

  • |
Google Oneindia Bengali News

গরুপাচার কাণ্ডে আরও বিপাকে পড়তে চলেছেন তৃণমূল যুক কংগ্রেস নেতা বিনয় মিশ্র (vinay mishra)। তাঁর বিরুদ্ধে রেড কর্নার (red corner) নোটিশ জারির প্রস্তুতি নিয়ে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (cbi)। যার জন্য আদালতের মাধ্যমে বিনয় মিশ্রের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট (open warrant) জারি করা হয়েছে।

রেডকর্নার নোটিশ জারির আগের পদক্ষেপ

রেডকর্নার নোটিশ জারির আগের পদক্ষেপ

সিবিআই-এর তরফে বিনয় মিশ্রের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি করা হয়েছে। এই পদক্ষেপ রেডকর্নার নোটিশ জারির আগের পদক্ষেপ। ওপেন ওয়ারেন্ট জারি পরে তা পাঠানো হবে ইন্টারপোলের কাছে। ইন্টারপোলের অনুমতি পাওয়ার পরেই রেককর্নার নোটিশ জারি হবে এবং তা পাঠানো হবে বিভিন্ন দেশে। সেই সময় ভিন দেশে থাকা বিনয় মিশ্রকে সেখানে লুকিয়ে থাকতে বেগ পেতে হবে।

রেডকর্নার নোটিশ জারি নিয়ে আগেই তৎপরতা

রেডকর্নার নোটিশ জারি নিয়ে আগেই তৎপরতা

সূত্রের খবর অনুযায়ী গতমাসেই সিবিআই বিনয় মিশ্রকে নিয়ে রেডকর্নার নোটিশ জারি করতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছিবল। কেননা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি বিনয় মিশ্র পরিচয় গোপন করে দুবাইয়ে অবস্থান করছে। সিবিআই-এর কাছে বিনয় মিশ্র শুধু গরু পাচার কাণ্ডেই অভিযুক্ত নয়। সে কয়লা পাচার কাণ্ডেও অভিযুক্ত। ফলে তাঁকে হেফাজতে নিতে পারলে একসঙ্গে অনেক মামলার কাজে এগনো যাবে।

 বাড়ি না পাওয়ার পরে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল

বাড়ি না পাওয়ার পরে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল

ইডির পাশাপাশি সিবিআই-ও বিনয় মিশ্রের বাড়িতে একাধিকবার তল্লাশি চালায়। কলকাতায় তার তিনটি আস্তায় তল্লাশি চলে। লুকআউট নোটিশ জারি পরে সমন পাঠানো হয়। তারপরেই বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে আসানসোল আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। সিবিআই-এর অভিযোগ, গরু পাচারকাণ্ডে এনামূলের টাকা বিনয় মিশ্রের মাধ্যমে পৌঁছে গিয়েছিলে প্রভাবশালীদের কাছে।

সিবিআই-এর অনুমান দুবাইতে রয়েছে বিনয়

সিবিআই-এর অনুমান দুবাইতে রয়েছে বিনয়

সিবিআই-এর অনুমান দুবাইতে রয়েছে বিনয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি বিন মিশ্রের কাছে অন্তত তিনটি পাসপোর্টে রয়েছে। ভারত-বাংলাদেশের পাশাপাশি দুবাইয়ের পাসপোর্টও রয়েছে তাঁর কাছে। এদিকে গরুপাচার কাণ্ডে আইপিএস আধিকারিক অংশুমান সাহাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। ৮ মার্চ তাঁকে সিবিআই দফতরে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

মহাসাগরের উপকূল এলাকায় পরপর শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কায় সরানো হল হাজার-হাজার মানুষকেমহাসাগরের উপকূল এলাকায় পরপর শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কায় সরানো হল হাজার-হাজার মানুষকে

English summary
CBI is preparing to file red corner notice against TMC leader Vinay Mishra's in cow smuggling case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X