For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ কাণ্ডে মন্ত্রী-বিধায়কের গ্রেফতারে শুভেন্দু-মুকুলকে নিয়ে তৃণমূলের প্রশ্ন, বিজেপির জবাবে জল্পনা

নারদ কাণ্ডে মন্ত্রী-বিধায়কের গ্রেফতারে শুভেন্দু-মুকুলকে নিয়ে প্রশ্ন তৃণমূলের, বিজেপির উত্তর নিয়ে জল্পনা

Google Oneindia Bengali News

নারদ কাণ্ডে (narad sting operation) রাজ্যের ৪ রাজনীতিবিদকে গ্রেফতারের ব্যাপারে রাজনীতির কোনও যোগ নেই। এদিন রাজ্য বিজেপির (bjp) তরফে এমনটাই দাবি করা হয়েছে। দলের মুখপাত্রা শমীক ভট্টাচার্য (samik bhattacharya) জানিয়েছেন, বিজেপি ব্যস্ত ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাতে আর করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে।

'রাজ্যপালই নষ্টের মূলে', নিজাম প্যালেসের পর রাজভবনে বিক্ষোভ, গেট ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা'রাজ্যপালই নষ্টের মূলে', নিজাম প্যালেসের পর রাজভবনে বিক্ষোভ, গেট ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা

নারদ কাণ্ডে গ্রেফতার ৪

নারদ কাণ্ডে গ্রেফতার ৪

এদিন সকালে প্রথমে চেতলার বাড়ি থেকে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পরবর্তী সময়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গ্রেফতারের কথা জানানো হয়। এদিকে এই গ্রেফতারের খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান নিজাম প্যালেসে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় অবরোধ শুরু করে তৃণমূল। নিজাম প্যালেসের সামনে অবরোধ করে ঢিল ছুঁড়তে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা।

কেন গ্রেফতার নয় শুভেন্দু-মুকুলকে, প্রশ্ন তৃণমূলের

কেন গ্রেফতার নয় শুভেন্দু-মুকুলকে, প্রশ্ন তৃণমূলের

একই মামলায় অভিযুক্ত তৃণমূলের অপর দুই সাংসদ সৌগত রায় এবং অপরূপা পোদ্দার। অভিযুক্ত তৃণমূল থেকে বিজেপি যোগ দেওয়া এবং পরবর্তী সময়ে বিজেপির শীর্ষপদ অলংকৃত করা মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীও। কিন্তু শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের বিরুদ্ধে কেন সিবিআই কোনও ব্যবস্থা গ্রহণ করল না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল।

এর পিছনে রাজনীতি নেই

এর পিছনে রাজনীতি নেই

রাজ্য বিজেপির তরফে নির্দিষ্ট কয়েকজন ছাড়া বিষয়টি নিয়ে সেরকম কেউই জবাব দিতে চাননি। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, তদন্ত অনুযায়ী সিবিআই যাঁকে মনে করছে গ্রেফতার করছে। এর পিছনে রাজনীতি নেই। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও একই কথা বলেছেন। তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনের আগে হলে, বিজেপির দিকে আঙুল তোলার জায়গা থাকত। কিন্তু সিবিআই বর্তমানে আদালতের নির্দেশে কাজ করছে। যাকে গ্রেফতার করার জন্য মনে করবে, তাঁকেই তাঁরা গ্রেফতার করবে।

শুভেন্দু-মুকুল সম্পর্কে প্রতিক্রিয়া

শুভেন্দু-মুকুল সম্পর্কে প্রতিক্রিয়া

একই মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় সম্পর্কে প্রশ্ন করা হলে রাহুল সিনহা বলেছেন, তদন্ত চলছে, তদন্ত যেমন এগোবে, সিবিআই তেমনই কাজ করবে। এব্যাপারে অবশ্য শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন, নির্বাচনের পর থেকে তৃণমূল যা করছে, তাতে ওদের মুখে এই অভিযোগ মানায় না।

English summary
CBI investigation will go its own way on Narad case, BJP says on Suvendu Adhikari and Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X