For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্ট থেকে কেন নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

সুপ্রিম কোর্ট থেকে কেন নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

  • |
Google Oneindia Bengali News

ফের কলকাতা হাইকোর্টেই ফিরছে নারদ মামলা। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আর্জি ছিল, গৃহবন্দির নির্দেশ খারিজ করে নারদ কাণ্ডে অভিযুক্ত চার নেতা-মন্ত্রীকে ফের হাসপাতালে পাঠানো হোক। কিন্তু এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি বিনীত সরণ ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে শুনানি শুরু হতেই একের পর এক বিষয়ে রীতমতো বেকায়দায় পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুধু মেদিনীপুরেই ভেঙেছে ৫১টি বাঁধ! দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গাতে ঢুকছে জল, নবান্নে জানালেন মমতাশুধু মেদিনীপুরেই ভেঙেছে ৫১টি বাঁধ! দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গাতে ঢুকছে জল, নবান্নে জানালেন মমতা

সিবিআইয়ের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

সিবিআইয়ের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

মঙ্গলবার শীর্ষ আদালতে সওয়াল-জবাবে সিবিআইয়ের আইনজীবীদের রীতিমতো কঠিন প্রশ্নবাণের মুখে পড়তে হয়েছে বলে খবর। সিবিআইয়ের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করারও অভিযোগ তোলা হয়। একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেননি সলিসিটর জেনারেল তুষার মেহেতাও। এমতাবস্থায় অবস্থায় কার্যত মান বাঁচাতেই সিবিআইয়ের আইনজীবীরা পিছু হটল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কলকাতা হাইকোর্টে গিয়েই যা বলার বলুক সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

কলকাতা হাইকোর্টে গিয়েই যা বলার বলুক সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

বর্তমানে কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চে ফিরহাদ হাকিমদের জামিন নিয়ে শুনানি চলছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্পষ্ট দাবি তাঁর এই বিষয়ে কোনোভাবেই নাক গলাতে চান না। সিবিআইয়ের যদি কিচু বলার থাকে তবে তাদের কলকাতা হাইকোর্টে গিয়ে বলারই নির্দেশ দেয় বিচারপতি বিনীত শরণ এবং বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ।

 মানহানির আশঙ্কাতেই মামলা প্রত্যাহার

মানহানির আশঙ্কাতেই মামলা প্রত্যাহার

আইনজীবীদের একটা বড় অংশের মতে, এ দিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি যে মনোভাব দেখিয়েছেন, তাতে মামলার রায় সিবিআই-এর বিরুদ্ধে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। আর তা আগেভাগেই টের পেয়েছিল সিবিআই। এমতাবস্থায় অবস্থায় মামালর গতিপ্রকৃতি বুঝেই তারা তা প্রত্যাহার করেছে বলে মনে করা হচ্ছে।

 মুখ্যমন্ত্রীর ধর্না নিয়েও উষ্মা প্রকাশ

মুখ্যমন্ত্রীর ধর্না নিয়েও উষ্মা প্রকাশ

যদি অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এদিন স্পষ্ট জানিয়েছেন, সিবিআইয়ের গ্রেফতারির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাকে তাঁরা ভাল চোখে দেখছে না। মুখ্যমন্ত্রীর ধর্না ও আইনমন্ত্রীর আদালত চত্বরে যাওয়াও নজিরবিহীন বলেও মত তার। মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী বা অন্য যে কেউ আইন নিজের হাতে তুলে নিলে সংবিধান মেনেই সিবিআই-র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে বলেও এদিন মনে করিয়ে দেন দুই বিচারপতি। তবে এই বিষয়ে সিবিআই ও কেন্দ্র সরকারকে তাঁরা বিশেষ কোনও পরামর্শও দিচ্ছেন বলে জানানো হয়।

শুধু মেদিনীপুরেই ভেঙেছে ৫১টি বাঁধ! দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গাতে ঢুকছে জল, নবান্নে জানালেন মমতাশুধু মেদিনীপুরেই ভেঙেছে ৫১টি বাঁধ! দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গাতে ঢুকছে জল, নবান্নে জানালেন মমতা

English summary
cbi in the face of strong criticism in the supreme court withdrew the narad case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X