For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু পাচারের বিরুদ্ধে সিবিআই অভিযানে বিএসএফ কমান্ডান্টের বাড়ি সিল! উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য

গরু পাচারের বিরুদ্ধে সিবিআই অভিযানে বিএসএফ কমান্ডান্টের বাড়ি সিল! উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

গরু পাচারের বিরুদ্ধে রাজ্য জুড়ে সিবিআই-এর অভিযান। যার ফলস্বরূপ সল্টলেকে বিএসএফ-এর এক আধিকারিকের বাড়ি সিল করে দিয়েছে সিবিআই। সূত্রের দাবি, সিবিআই এই অভিযানে গরু পাচার চক্রের সঙ্গে জামাত যোগেরও প্রমাণ পেয়েছে।

রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান

রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান

এদিন সকাল থেকে একসঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিবিআই। রাজারহাট, সল্টলেক, কামদুনি, তপশিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, লালগোলা, রঘুনাথগঞ্জ, শিলিগুড়ি-সহ প্রায় ১৫ জায়গায় অভিযান চলে।

 বিএসএফ কমান্ডান্টের বাড়ি সিল

বিএসএফ কমান্ডান্টের বাড়ি সিল

এই অভিযানে নেমে সিবিআই আধিকারিকরা সল্টলেক সিটিসেন্টার টুতে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের বাড়ি সিল করে দেয়। জানা গিয়েছে এখন কর্নাটকে পোস্টিং থাকলেও, একটা সময়ে রাজ্যের সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন তিনি। সেই সময় তিনি গরু পাচার চক্রকে সাহায্য করেছিলেন।

 সিবিআই নজরে ইনামুল হক নামে এক পাচারকারী

সিবিআই নজরে ইনামুল হক নামে এক পাচারকারী

সিবিআই নজরে ইনামুল হক নামে এক পাচারকারী। একটা সময়ে তাকে গ্রেফতার করা হলেও, সে এখন সিবিআই-এর নাগালের বাইরে। এখন তাকে ধরা গেলে আরও তথ্য মিলতে পারে। এই চক্রে কোনও প্রভাবশালী জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

গরু পাচারে জামাত যোগ

গরু পাচারে জামাত যোগ

সূত্রের খবর অনুযায়ী, সিবিআই-এর এদিনের তল্লাশিতে উঠে এসেছে গরু পাচারের সঙ্গে জামাত যোগও। সীমান্তে কাদের সঙ্গে যোগসাজসে, কীভাবে গরু পাচার হয়, তা খতিয়ে দেখছে সিবিআই।

সীমান্ত দিয়ে গরু পাচার বহু দিনের অভিযোগ

সীমান্ত দিয়ে গরু পাচার বহু দিনের অভিযোগ

রাজ্যের উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচারের অভিযোগ বহু দিনের। এলাকার রাজনৈতিক নেতারাও এই পাচারে জড়িয়ে বলে অভিযোগ স্থানীয়দের।

অবশেষে ২০১৯ সালের স্নাতকের ফলপ্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের, কী ভাবে দেখবেন জেনে নিনঅবশেষে ২০১৯ সালের স্নাতকের ফলপ্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের, কী ভাবে দেখবেন জেনে নিন

English summary
CBI has started raid in different parts of West Bengal against cow trafficking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X