For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই বিজেপির 'ফ্রন্টাল অর্গানাইজেশন', মুকুলকে নোটিশে খাপ্পা তৃণমূল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১২ জানুয়ারি: সিবিআই এখন বিজেপির 'ফ্রন্টাল অর্গানাইজেশন'-এ পরিণত হয়েছে। ওদের কাজই হল ছোট ছোট রাজনীতিক দলগুলির পিছনে লাগা। মুকুল রায়কে সিবিআই নোটিশ পাঠানোর পরই এমন প্রতিক্রিয়া দিল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: সারদা-কাণ্ডে এ বার সিবিআই তলব মুকুলকে, থরহরি কম্প তৃণমূলে

প্রসঙ্গত, সোমবার মুকুলবাবুকে নোটিশ পাঠায় সিবিআই। সারদা-কাণ্ডে তাঁকে জেরা করতে চেয়েছেন গোয়েন্দারা। মুকুলবাবু দিল্লিতে বলেছেন, "আমি দোষী নই। কোনও খারাপ কাজের সঙ্গে কখনও যুক্ত ছিলাম না, নেইও।" কিন্তু তাঁর দলই তার পর তেড়েফুঁড়ে নেমে পড়ে। এ দিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ডাকেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

কক

পার্থবাবু বলেছেন, "সিবিআই এখন বিজেপির ফ্রন্টাল অর্গানাইজেশন। এদের কাজ হল আঞ্চলিক দলগুলির পিছনে লাগা। নির্বাচন এলেই এরা রাজনৈতিক প্রতিহিংসা নিতে চায়। সামনে লোকসভা ও বিধানসভার উপনির্বাচন রয়েছে। তাই সিবিআইয়ের সাহায্য নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে। রাজ্যকে অশান্ত করতে সিবিআইকে হাতিয়ার করছে বিজেপি। তারা উলঙ্গ রাজনীতিক প্রতিংহিংসা নিচ্ছে। একজন মুকুলকে নোটিশ দিয়ে তৃণমূলকে শেষ করা যাবে না। লক্ষ লক্ষ মুকুল রাস্তায় নেমে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। রাজ্য জুড়ে ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় তৃণমূলের কর্মীরা প্রতিবাদসভা ও প্রতিবাদ মিছিল করবে। তবে কেউ কোনও রকম বনধ বা অবরোধে শামিল হবে না। আমাদের আন্দোলন সিবিআই ও বিজেপির বিরুদ্ধে। সাধারণ মানুষকে হেনস্থায় ফেলা উদ্দেশ্য নয়।"

English summary
CBI has become frontal organization of BJP, reacts TMC after Mukul gets notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X