বাড়ছে সিবিআই-এর চাপ! ফের গ্রেফতার বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থার দুই কর্তা
আর্থিক প্রতারণার অভিযোগে বেসরকারি অর্থলগ্নি সংস্থা যুগান্ত গ্রুপের সিএমডি এবং ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই। যুগান্তর রিয়েলটি লিমিটেড এবং যুগান্তর গোল্ড অ্যান্ড জুয়েলারি লিমিলেডের নাম করে বাজার থেকে টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। এইভাবে প্রায় ৭৮ কোটি টাকার ওপর পশ্চিমবঙ্গের বাজার থেকে তোলা হয়েছিল। সিবিআই যে দুজনকে গ্রেফতার করেছে তাঁরা হলেন, অজয় চক্রবর্তী এবং সঞ্জিত।

সিবিআই-এর অভিযোগ, এই দুই ব্যক্তি বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন। যার মাধ্যমে প্রতারণা করা হয়েছে বিনিয়োগকারীদের সঙ্গে।
তদন্তের সময় দেখা গিয়েছে, এই দুই অভিযুক্ত অন্য সংস্থার সঙ্গে যৌথ অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। বেশি সুদের লোভ দেখিয়ে বিভিন্ন প্রতারণামূলক প্রকল্পের আওতায় অর্থ সংগ্রহ করেছিলেন তারা।
এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৈলান গ্রুপের কর্ণধার অপূর্ব সাহাকে গ্রেফতার করেছিল।
রাজ্যপাল 'রাবার স্ট্যাম্প’ নন বা 'ডাকঘর’ নন, বিলে সই-বিতর্কে টুইটারে সংঘাত জারি