For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ কাণ্ডের তদন্তে এবার ইকবালের হোটেলে গেল সিবিআই

নারদ কাণ্ডের তদন্তে এবার তৃণমূল নেতা ইকবাল আহমেদের হোটেল গেল সিবিআই। মঙ্গলবার সকাল ১১.১৫ নাগাদ হোটেলে যান সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের নেতৃত্বে একটি দল।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

নারদ কাণ্ডের তদন্তে এবার তৃণমূল নেতা ইকবাল আহমেদের হোটেল গেল সিবিআই। মঙ্গলবার সকাল ১১.১৫ নাগাদ হোটেলে যান সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের নেতৃত্বে একটি দল। ঘটনার পুনর্নির্মান করতেই সিবিআই-এর এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

নারদ কাণ্ডের তদন্তে এবার ইকবালের হোটেলে গেল সিবিআই

২০১৪ সালে মার্কুইজ স্ট্রিটে ইকবাল আহমেদের হোটেলে এসেই উঠেছিলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। ২০১৪-র এপ্রিল ও মে মাসে সন্তোষ নামে হোটেলে ওঠেন ম্যাথু। এই হোটেলেই একাধিকবার ম্যাথুর সঙ্গে ইকবাল আহমেদের বৈঠক হয়। এই হোটেলে বসেই ম্যাথুর হাত থেকে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন ইকবাল ।

মার্কুইজ স্ট্রিটে ইকবাল আহমেদের হোটেলেই একাধিক তৃণমূল নেতার সঙ্গে মিলিত হয়েছিলেন ম্যাথু।

নারদ কান্ডের দ্বিতীয় দফার তদন্তে প্রথমে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ি, পরে মদন মিত্র বাড়ি এবং সোমবার শুভেন্দু অধিকারীর অফিসে অভিযান চালান সিবিআই আধিকারিকরা।

আগের তিন নেতা-নেত্রীদের মতোই ইকবাল আহমেদের হোটেলের বিভিন্ন জায়গার ছবি তোলেন সিবিআই আধিকারিকরা। বর্তমানে তোলা ছবির সঙ্গে স্টিং অপারেশনের ছবি মিলিয়ে দেখবেন তাঁরা । পরে সেই রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে।

English summary
CBI goes to the hotel's of Iqbal Ahamed in Kolkata to investigate Narad case. 2nd phase of investigation is going on in Narad case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X