For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বগটুই তদন্তে প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার প্রস্ততি! কুমাড্ডা'য় ফের সিবিআই

বগটুই-কাণ্ডে নয় মোড়! এবার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু। গত কয়েকদিন ধরে ঘটনায় একাধিক ব্যাক্তিকে জেরা করেছে সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে

  • |
Google Oneindia Bengali News

বগটুই-কাণ্ডে নয় মোড়! এবার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু। গত কয়েকদিন ধরে ঘটনায় একাধিক ব্যাক্তিকে জেরা করেছে সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন কেন্দ্রীয় আধিকারিকরা।

বগটুই তদন্ত একনজরে

আর সেই কারণে প্রত্যক্ষদর্শীদের এবার গোপন জবানবন্দি নেমেন তদন্তকারীরা। আর এই মর্মে খুব শিঘ্রই আদালতের কাছে আবেদন জানাতে চলেছে সিবিআই। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সিবিআই সূত্রে খবর, ঘটনার সময়ে যে সমস্ত গ্রামের মানুষ গোটা ঘটনার সাক্ষী থেকেছেন। বিশেষ করে সোনার শেখের বাড়ির আশেপাশে থাকেন, বাকি যে ছ'টি বাড়ি পুড়েছে, সেই এলাকার বাসিন্দাদের গোপন জবানবন্দি রেকর্ড করতে চাইছে সিবিআই। ঘটনার তদন্তে এই গোপন জবানবন্দি তদন্তকারীদের হাতিয়ার হতে চলেছে বলে খবর।

বিশেষ করে ঘটনার দিন কারা আগুন ধরিয়েছিলেন, কাদের দেখা গিয়েছে সবটাই তদন্তে উঠ আসবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই বগটুই হত্যাকাণ্ডে শেখলাল এবং মিহিলাল শেখের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছেন তদন্তকারীরা। নয়ান রেকর্ড করা হয়েছে আরও বেশ কয়েকজনের। তবে তালিকাটা এখানেই শেষ নয়, আরও বেশ কয়েকজনের গোপন জবাববন্দি নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে আজ সোমবার সকাল থেকে ফের একবার তদন্তে নেমেছেন সিবিআইয়ের আধিকারিকরা। সকাল থেকে সিবিআইয়ের তরফে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এদিন ফের একবার এসডিপিও'কে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। অন্যদিকে কুমাড্ডা গ্রামেও পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা টোটো এবং বাইক পরীক্ষা করে দেখেন তাঁরা। এমনকি ফরেন্সিক করে দেখার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

জানা যায় বগটুইয়ে একের পর এক বাড়িতে আগুন ধরানোর জন্যে বোমা এবং পেট্রোল দুটি টোটোতে করে আনা হয়েছিল। এমনকি একটি বাইকও উদ্ধার হয়েছে। বাইকটিও সম্ভবত পেট্রোল এবং বোমা আনার কাজেই ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে পুরোটাই কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই কাণ্ডের তদন্ত করছে সিবিআই। সেই মতো প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। আর তা জমা পড়বে আগামী ৭ এপ্রিল। হাতে আর মাত্র কয়েকটা দিনই পড়ে রয়েছে। ফলে দ্রুত তদন্তের প্রাথমিক জাল গোটাতে চলেছে সিবিআই।

অন্তত কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে বগটুই-তদন্ত একটা জায়গাতে আনতে চাইছেন তদন্তকারীরা।

English summary
CBI gives primary report to high court in Bagtui case rampurhat birbhum west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X