For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব কুমারের পর সিবিআইয়ের নোটিশ অর্ণব ঘোষ ও দিলীপ হাজরাকেও, সারদা তদন্তে গতি

শীর্ষ আদালতের রক্ষাকবচ উঠে যাওয়ার পর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ ধরিয়েছে সিবিআই। সোমবারই তাকে তলব করা হয়েছিল।

Google Oneindia Bengali News

শীর্ষ আদালতের রক্ষাকবচ উঠে যাওয়ার পর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ ধরিয়েছে সিবিআই। সোমবারই তাকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা না দিয়ে সাতদিনের সময় চেয়েছেন। এদিকে সিবিআই আবার তলব করল কলকাতার দুই পুলিশ অফিসার অর্ণব ঘোষ ও দিলীপ হাজরাকে।

রাজীব কুমারের পর সিবিআইয়ের নোটিশ অর্ণব-দিলীপকেও

লোকসভা ভোট মিটতেই সারদা মামলায় সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। সিবিআই সারদা মামলায় এডিজি সিআইডির অফিসে গিয়ে নোটিশ ধরানোয় সমস্যা বেড়েছে রাজীব কুমারের। আবার তৎকালীন বিধানগরের ডেপুটি পুলিশ কমিশনার অর্ণব ঘোষকে তলব করেছে। তলব করা হয়েছে পুলিশ অফিসার দিলীপ হাজরাকে।

লোকসবার ভোট মিটতেই সিবিআই হানা দেয় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে। রবিবার সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের চার আধিকারিক নোটিশ দিতে আসে। বাড়িতে তিনি অনুপস্থিত থাকায়, সিবিআই আধিকারিকরা ভবানিভবনে এডিজি সিবিআই অফিসে পৌঁছন। কারণ এদিনই এডিজি সিবিআই পদে ফেরানো হয় তাঁকে।

English summary
CBI gives notice to Arnav Ghosh and Dilip Hazra in Sardha case to attend CGO complex. Before CBI raids Rajiv Kumar’s residence and then gives notice to office.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X