For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইন ভাঙলে সবাই দোষী, মমতার বিরুদ্ধে চাইলে পদক্ষেপ করতে পারে সিবিআই, জানাল সুপ্রিমকোর্ট

আইন ভাঙলে সবাই দোষী, মমতার বিরুদ্ধে চাইলে পদক্ষেপ করতে পারে সিবিআই, জানাল সুপ্রিমকোর্ট

Google Oneindia Bengali News

নারদ স্টিং পারেশন মামলায় শীর্ষ আদালতে গিয়েও মামলা প্রত্যাহার করে নিয়েছে সিবিআই। কিন্তু তার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমতি আদায় করে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শীর্ষ আদালত জানিয়েছে যদি কেউ আইনকে হালকা ভাবে নেয় বা আইনকে ছোট করে দেখতে চায় তাহলে সিবিআই তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন সিবিআই বিরুদ্ধে।

 মামলা প্রত্যাহার

মামলা প্রত্যাহার

চার নেতার গৃহবন্দি রাখার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। কলকাতা হাইকোর্ট নারদ কাণ্ডে গ্রেফতার চার নেতার জামিন মঞ্জুর না করে। তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যরাতেই সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল সিবিআই। কিন্তু সেই মামলার শুনানি শেষ হওয়ার আগেই মামলা প্রত্যাহার করে নেয় সিবিআই।

মমতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বার্তা

মমতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বার্তা

সিবিআই শীর্ষ আদালতকে জানিয়েছিল নারদ স্টিং কাণ্ডের মামলা অন্য রাজ্যে নিয়ে আসার অনুমতি দেওয়ার জন্য। তােত শীর্ষ আদালত জানিয়েছে। কেউই আইনের উর্ধ্বে নন। যদি কেউ আইনকে ছোট করে বা হালকা করে দেখাতে চায় তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে সিবিআই। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে সিবিআই।

নিজাম প্যালেসে ধর্না

নিজাম প্যালেসে ধর্না

নারদ স্টিং অপারেশন মামলায় রাজ্যের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই। তারমধ্যে ২ জন রাজ্যের মন্ত্রী। এই চার জনের গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে ধর্না দিয়েছিলেন তিনি। দীর্ঘ ক্ষণ সিবিআইয়ের দফতরে ধর্না দিয়ে বসেছিলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকা কালীনই তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজাম প্যালেস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ইট ছোড়া হয় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে ভার্চুয়ালি হাজিরা দেওয়াতে হয় চার নেতাকে।

প্রভাবিত করছেন মমতা

প্রভাবিত করছেন মমতা

সিবিআই আদালতকে অভিযোগ জানিেয়ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতিহত করতে পারতেন কিন্তু তিনি তা করেননি। উল্টে সিবিআইয়েক উপর চাপ তৈরি করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। আদালত সিবিআইয়ের সেই বক্তব্যের প্রেক্ষিতেই জানায়, কেউ আইনের উর্ধ্বে নয়। কেউ যদি আইনকে প্রভাবিত করতে চায় বা ছোট করে দেখতে চায় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা যায়।

English summary
CBI can take action against Mamata Banerjee if she disrupt law says Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X