For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই দফতরে হাজিরা সারদা তদন্তের ১ পুলিশ অফিসারের, অপর ১ জনকেও হাজিরার নির্দেশ

সারদা তদন্তে এবার দুই পুলিশ অফিসারকে তলব করল সিবিআই। দুই অফিসার হলেন, দিলীপ হাজরা ও শঙ্কর ভট্টাচার্য। শুক্রবারই সিবিআই দফতরে হাজিরা দেন শঙ্কর ভট্টাচার্য

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

সারদা তদন্তে এবার দুই পুলিশ অফিসারকে তলব করল সিবিআই। দুই অফিসার হলেন, দিলীপ হাজরা ও শঙ্কর ভট্টাচার্য। শুক্রবারই সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দেন শঙ্কর ভট্টাচার্য।

সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর প্রথমে তদন্ত শুরু করেছিল বিধাননগর কমিশনারেট। সেই সময় দুটি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন, বিধাননগর উত্তর থানায় তৎকালীন আইসি দিলীপ হাজরা। শঙ্কর ভট্টাচার্যও তদন্তকারীদলের অন্যতম সদস্য ছিলেন।

সারদা তদন্তে ২ পুলিশ অফিসারকে তলব করল সিবিআই

রাজ্যের বিরোধীদলগুলির তরফে বারবার অভিযোগ করে বলা হয়েছিল, রাজ্য পুলিশের তরফে বিধাননগর কমিশনারেট সারদা মামলার অনেক নথি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলেছে। সাংসদ কুণাল ঘোষও ভিজিল্যান্স কমিশনের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ করেছিলেন। সব অভিযোগই সিবিআই-এর কাছে পাঠানো হয়। অভিযোগের সূত্র ধরেই, কয়েকজন শীর্ষ পুলিশকর্তাকেই তলবের সম্ভাবনা রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

সূত্রের খবর, ৪৫ মিনিটের জিজ্ঞাসাবাদে রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের কাছ থেকে জানতে চাওয়া হয়, সারদার বিভিন্ন অফিস থেকে প্রথম দফায় তল্লাশি চালিয়ে কীকী নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। কেস ডায়েরিতে সব নথির উল্লেখ করা হয়েছিল কিনা। যে সব নথি লোপাটের অভিযোগ করা হচ্ছে, সেইসব নথির হদিস নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

English summary
CBI calls two police officer of West Bengal police in relation to sarada case. These two officers investigated at the first stage of sarada investigation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X