For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি! সিবিআই হেফাজতে তৃণমূল নেতা

আসানসোলের তৃণমূল নেতা কপিল মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসানসোলের বাড়িতে তল্লাশি চলে।

  • |
Google Oneindia Bengali News

আসানসোলের তৃণমূল নেতা কপিল মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসানসোলের বাড়িতে তল্লাশি চলে। বাড়ি থেকে লাইসেন্স বিহীন ৯ এমএম পিস্তলও উদ্ধার করা হয়েছে। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তৃণমূলের কাউন্সিলর ছিলেন কপিল মণ্ডল।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি! সিবিআই হেফাজতে তৃণমূল নেতা

আসানসোলের রামনগর। এখানেই দীর্ঘদিনের বাস তৃণমূল নেতা কপিল মণ্ডলের। রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল-এর কর্মী তিনি। সিবিআই-এর কাছে অভিযোগ ছিল কপিল মণ্ডল, তাঁর স্ত্রী এবং ছেলের মোট সম্পত্তির পরিমাণ ১.৩৮ কোটি টাকা। যা আয়ের সঙ্গে সঙ্গতিহীন।

রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল-এর নিরাপত্তা বিভাগে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত কপিল মণ্ডল। সিবিআই-এর এফআইআর-এ বলা হয়েছে ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি করেছেন তিনি। তাঁর অফিস ও আসানসোলের কুলটির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেখান থেকে দশ লক্ষ টাকা এবং একটি পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এর মধ্যে ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে আসালসোলের তৃণমূল কাউন্সিলর ছিলেন তিনি। সেই সময়ে নিজের ও পরিবারের নামে, বেনামে সম্পত্তি, গেস্টহাউস থাকার অভিযোগ উঠছিল। তাঁর সম্পত্তি যে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পৌঁছে যাচ্ছিল সন্তর্পণেই। সিবিআই-এর তরফে তাঁর এবং পরিবারের সদস্যদের ওপর নজরদারি শুরু করা হয়। বুধবার সকালে রামনগরের বাড়িতে শুরু হয় তল্লাশি অভিযান।

English summary
CBI arrests Trinamool leader from Asansol for allegedly amassing assets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X