ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই জালে নদিয়ার টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার
নদিয়া, ৭ ফেব্রুয়ারি : ঘুষ নেওয়ার অভিযোগ সিবিআই-এর জালে ধরা পড়লেন নদিয়ার টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার। বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালিয়ে ওই বিএএনএলের অফিসারকে অফিস থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘ জেরার পর তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ায় শেষমেশ গ্রেফতার করলেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা।[৪৯ টাকায় লোকাল/এসটিডি সব নেটওয়ার্কে ফোন করুন বিএসএনএল থেকে]
ওই ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল কর্তা এক্স অ্যান্টনি তামিলনাড়ুর বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি গাড়ির বিল বানানোর সময় ঘুষ নিতেন। বিএসএনএল দফতরের যে সমস্ত গাড়ি ব্যবহৃত হত, সেগুলির বিল করার সময় তিনি অর্থের বিনিময়ে নানা কারচুপি করতেন। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ গোপনে যায় সিবিআই দফতরে।[জিও-কে টক্কর, ৩৬ টাকায় ১ জিবি ডেটা দেবে বিএসএনএল]

সিবিআইও অ্যান্টিনর বিরুদ্ধে তদন্ত জারি রেখেছিল। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে সিবিআই আধিকারিকরা রওনা দেয় কৃষ্ণনগরের বিএসএনএল দফতরে। সেখানে নথি পরীক্ষা সরে দেখার পাশাপাশি দফায় দফায় জেরা চলতে থাকে। শেষমেশ সিবিআই জেরার মুখে নানা অসঙ্গতি লক্ষ্য করায় গ্রেফতার করা হয়। মোট ১৩ জনের প্রতিনিধি দল গিয়েছিল তদন্তে। বিএসএনএল-এর মতো লব্ধ প্রতিষ্ঠিত কোম্পানিতে এই রের ঘুষ কেলেঙ্কারিতে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে বেল জানান সিবিআই তদন্তকারী আধিকারিকরা।[BSNL-এ মাত্র ৯৯ টাকা থেকে 'আনলিমিটেড কলিং' অফার]