For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না', নন্দীগ্রামে হেরে ভবানীপুরে মমতা, কটাক্ষ শুভেন্দুর

'ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না', নন্দীগ্রামে হেরে ভবানীপুরে মমতা, কটাক্ষ শুভেন্দুর

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে একুশের নির্বাচনে নন্দীগ্রামে লড়াইয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতার গড় ভবানীপুরে এলেন শুভেন্দু অধিকারী। তবে তিনি মমতার বিরুদ্ধে প্রার্থী নন। বরং নিজের দলের প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচারে এদিন ভাবনীপুরে আসেন শুভেন্দু৷ ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন এখন ওঁর মনে হয়েছে ভবানীপুর ওঁর ডেস্টনি ( ভাগ্য)। কিন্তু যখন একুশের ভোটে ভবানীপুর থেকে পালিয়েছিলেন? যদি ভবানীপুর ভাগ্যই হবে তাহলে কেন পালিয়েছিলেন?

ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, নন্দীগ্রামে হেরে ভবানীপুরে মমতা, কটাক্ষ শুভেন্দুর

এরপর আরও সুর চড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, আসলে তখন ভয় ছিল, ১০ বছরে তো কোনও কাজ ভাবনীপুরের মানুষের জন্য করেননি৷ তাই ভয় পেয়েছিলেন যে হেরে যেতে পারেন, সেকারণেই নন্দীগ্রাম পালিয়েছিলেন৷

এরপর শুভেন্দু যোগ করেন, আসলে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। শুভেন্দু আরও বলেন আসলে নন্দীগ্রাম থেকে ভোট লড়ে উনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন, আমি ওঁর হাত ছেড়ে অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে মোদীজীর নেতৃত্বে কাজ শুরু করেছিলাম তাই আমাকে হারাতে চেয়েছিলেন। অন্যদিকে ভবানীপুরের জনগনের ক্ষোভ থেকে বাঁচতে চেয়েছিলেন৷ তবে এবারও ওঁকে সবকিছুর জবাব দেবে ভবানীপুরের মানুষ৷

প্রসঙ্গত বৃহস্পতিবার শুধু শুভেন্দুই নন একঝাঁক হেভিওয়েট বিজেপি নেতা উপস্থিত ছিলেন ভবানীপুরে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী থেকে রাজ্য বিজেপির নতুন সভাপতি এমপি সুকান্ত মজুমদার ছিলেন প্রিয়ঙ্কার হয়ে প্রচারে৷ এদিন সন্ধ্যের সময় প্রচার ছাড়াও কালীঘাটে আন্দোলনে নামে বিজেপি নেতা কর্মীরা। সম্প্রতি রাজনৈতিক সন্ত্রাসে খুন হওয়া বিজেপি প্রার্থীর মৃত দেহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে এগোতে শুরু করেন বিজেপি এমপি অর্জুন সিং, প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল, নতুন রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার, দেবজিৎ সরকাররা। পুলিশ বিজেপি নেতা কর্মীদের বাধা দিলে বিজেপি প্রার্থীর মৃতদেহ মমতার বাড়ির সামনের রাস্তার উপরে রেখে বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতারা৷ পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিও হয় তাদের। সুকান্তর অভিযোগ পুলিশ জোর করে তাদের তুলে দিয়ে মৃতদেজ হাইজ্যাক করে নিয়ে চলে গিয়েছে।

English summary
Shuvendu Adhikari arrived at Bhabanipur on Thursday. However, he is not a candidate against Mamata. Instead, Shuvendu came to Bhavanipur to campaign in support of his party's candidate Priyanka Tibrewal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X