মন্ত্রীর 'ভুলে' ফাঁপরে মমতা! নির্বাচনী উত্তাপের মাঝেই মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিহারের আদালতে মামলা দায়ের করা হল৷ সীতামারি দায়রা আদালতে এই মামলা দায়ের করেছেন ঠাকুর চন্দন সিং নামে এক আইনজীবী৷ সোমবার রাম ও সীতাকে নিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেন৷ সেই প্রেক্ষিতেই এই মামলা।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 'হাথরাস-সীতা' মন্তব্যের জের
জানা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 'হাথরাস-সীতা' মন্তব্য়ের প্রেক্ষিতেই এই মামলা দায়ের করেন ঠাকুর চন্দন সিং৷ আর যেহেতু, কল্যাণ তৃণমূলের সাংসদ তাই তৃণমূল সুপ্রিমো মমতার বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ওই আইনজীবী৷ অভিযোগ, একটি জনসভায় কল্যাণ বলেছিলেন, 'সীতা মা রামকে বলেছিলেন, ভাগ্যিস আমাকে রাবণ হরণ করেছিল। তোমার চেলারা যদি আমাকে অপহরণ করত তাহলে আমার পরিস্থিতি হাথরাস কাণ্ডের নির্যাতিতার মতো হত।'

হিন্দু ভাবাবেগে আঘাত
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আপত্তিকর মন্তব্যের জেরে, সোমবার হাওড়াতেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ আইনজীবী ঠাকুর চন্দন সিংয়ের অভিযোগ, ভগবান রাম ও মাতা সীতাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য় করা হয়েছে৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ এবং ১২০-বি ধারায় মামলা দায়ের করেছেন তিনি৷

এই মন্তব্যে মমতারও সায় রয়েছে
অভিযোগকারী আদালতে এই মামলার প্রেক্ষিতে জানিয়েছেন, ভগবান রামকে সারা ভারতবর্ষে দেবতা হিসেবে পুজো করা হয়৷ এমনকী মাতা সীতা গোটা বিশ্বে মা হিসেবে পূজিত হন৷ আর সেই রাম ও সীতার অপমান করে হিন্দুভাবাবেগে আঘাত করা হয়েছে৷ পাশাপাশি কল্যাণের এই মন্তব্যে মমতারও সায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

কল্যাণের কারণেই মমতার বিরুদ্ধে মামলা দায়ের
মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণের বিরুদ্ধে মামলা দায়ের করে সীতামারি আদালতের ওই আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু তোষণের জন্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন তৃণমূল সাংসদ৷ আর যেহেতু, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলের সাসংদ ভোটের আগে এই মন্তব্য় করেছেন৷ তাই এতে বাংলার মুখ্য়মন্ত্রীরও সায় আছে বলে অভিযোগ করেছেন ঠাকুর চন্দন সিং৷
