For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনিসের মৃত্যু তদন্ত নিয়ে মামলা হাইকোর্টে! কেন বহিরাগত তত্ত্ব তৃণমূল শীর্ষ নেতৃত্বের, উঠছে প্রশ্ন

রবিবারের নির্দেশ মতো এদিন হাওড়ার আমতায় (amta) মৃত ছাত্র নেতা আনিস খানের (anis khan) বাড়িতে গিয়ে তদন্ত শুরু করেছেন ডিএসপি ডিএনটি সুব্রত ভৌমিক। আবার এদিনই মৃত্যু তদন্ত নিয়ে হাইকোর্টে (high court) মামলা দায়ের হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রবিবারের নির্দেশ মতো এদিন হাওড়ার আমতায় (amta) মৃত ছাত্র নেতা আনিস খানের (anis khan) বাড়িতে গিয়ে তদন্ত শুরু করেছেন ডিএসপি ডিএনটি সুব্রত ভৌমিক। আবার এদিনই মৃত্যু তদন্ত নিয়ে হাইকোর্টে (high court) মামলা দায়ের হয়েছে। পাশাপাশি কেন ফিরহাদ হাকিমের মতো তৃণমূলের (trinamool congress) শীর্ষ নেতা ঘটনার পিছনে বহিরাগত তত্ত্ব খাড়া করলেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সকালেই তদন্তে বাড়িতে তদন্তকারী দল

সকালেই তদন্তে বাড়িতে তদন্তকারী দল

এদিন সকালেই আনিস খানের হাওড়ার আমতার বাড়িতে পৌঁছে যায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। নেতৃত্বে ডিএসপি ডিএনটি সুব্রত ভৌমিক। সঙ্গে ছিলেন আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী। তাঁরা কথা বলেন আনিসের বাবা সালেম খান এবং দাদার সঙ্গে। তাঁদের বয়ানও রেকর্ড করেন। রাজ্য পুলিশের তদন্তকারীদের সামনেই সালেম খান খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবি করেন।
সালেন খান আরও বলেছেন, যদি প্রয়োজন হয়, তাহলে কবর থেকে ছেলে দেহ তুলে ফের পোস্ট মর্টেমের জন্য তিনি আদালতের কাছে আবেদন করবেন। কেননা এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করা হয়নি। পাশাপাশি পুলিশ দাবি করলেও ময়নাতদন্তের সময় তাঁদের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সালেন খান।

হাইকোর্টে মামলা দায়ের

হাইকোর্টে মামলা দায়ের

এদিকে এদিন সকালে আনিস খানের মৃত্যুর সঠিক তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। এব্যাপারে লিখিত আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারপক্ষকেও জানাতে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

পথে নামছে নাগরিক সমাজ

পথে নামছে নাগরিক সমাজ

আনিসকে খুনের প্রতিবাদ করে এদিন শহরের রাস্তায় নামছে নাগরিক সমাজ। বামেরা এর উদ্যোক্তা হলেও, মিছিলে কোনও দলের পতাকা রাখা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন ধর্মতলায় জমায়েত করে মিছিল যাবে মহাজাতি সদন পর্যন্ত। মঙ্গলবার রাস্তা নামতে চলেছে।

ফিরহাদ হাকিমের বহিরাগত তত্ত্ব নিয়ে প্রশ্ন

ফিরহাদ হাকিমের বহিরাগত তত্ত্ব নিয়ে প্রশ্ন

তবে এই ঘটনায় ফিরহাদ হাকিমের বহিরাগত তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। অপরাধীদের শাস্তির কথা বলে তাঁকে বলতে শোনা গিয়েছে বিক্ষোভ করে কী হবে। পুলিশ বিষয়টি দেখছে। এর আগে তিনি বলেছিলেন, এই ঘরনের কাজ যারা করে, তাদের উদ্দেশ্য কী দেখতে হবে। বাংলার ট্রেন্ড এটা নয়, এসব ঘটনা উত্তর প্রদেশে ঘটে। এর পিছনে বাইরের রাজ্যের মদত আছে কিনা, বৃহত্তর ষড়যন্ত্র আছে কিনা, সব কিছুর বিষদে তদন্তের কথা বলেছিলেন তিনি। রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে আগের বছরেই নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার ক্ষমতায় এসেছে, সেই পরিস্থিতিতে কীভাব বহিরাগত তত্ত্ব আসছে?

হাওড়া গ্রামীণের এসপির ভূমিকা নিয়েও প্রশ্ন

হাওড়া গ্রামীণের এসপির ভূমিকা নিয়েও প্রশ্ন

পাশাপাশি হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেন তিনি সাংবাদিক সম্মেলনে বাগনান ও আমতা থানায় আনিসের বিরুদ্ধে থাকা মামলার কথা সামনে আনলেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত বাগনান থানার মামলার কথা বলেই শুক্রবার রাতে বাড়িতে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের পোশাকে হানা দিয়েছিল চারজন। যদিও দুই থানা থেকেই দাবি করা হয়েছে শুক্রবার রাতে থানা থেকে কেউ আনিসের বাড়িতে যায়নি। অন্যদিকে সৌম্য রায়ের অন্য পরিচয়ও রয়েছে। তাঁর স্ত্রী লাভলী মৈত্র তৃণমূলের বিধায়ক। বিধানসভা নির্বাচনের সময় সৌম্য রায়কে দায়িত্ব থেকে সরানো হয়েছিল।

Municipal Election 2022: ইঁটের জবাব পাথরে! বুথ দখল হলে ভাঙা হবে ইভিএম, অর্জুন সিং-এর হুঁশিয়ারির ভিডিও ভাইরালMunicipal Election 2022: ইঁটের জবাব পাথরে! বুথ দখল হলে ভাঙা হবে ইভিএম, অর্জুন সিং-এর হুঁশিয়ারির ভিডিও ভাইরাল

English summary
Case file in Calcutta HC on Anish Khan death case, question arises on outsider theory of TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X