বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের কাছে গাড়িতে বিস্ফোরণ! মালিকের সন্ধানে পুলিশ
বোলপুরে এএসপি অফিসের কাছে গাড়িতে বিস্ফোরণ। এই বিস্ফোরণে একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মালিকের সন্ধান শুরু করেছে পুলিশ। গাড়িটি সেখানে কীভাবে গেল তাও খতিয়ে গেখছে পুলিশ।

সকাল সাড়ে সাতটা নাগাদ বিস্ফোরণ
সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা রবীন্দ্র পল্লী এলাকা। ধোঁয়ায় ভরে যায় এলাকা। ঘটনাস্থল রথীন্দ্র পল্লীতে অতিরিক্ত পুলিশ সুপারের অফিস থেকে ১০০ মিটার। সেখানে রাখা লাল হুন্ডাই গাড়িতে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণে গাড়ির গেট উড়ে যায়। গাড়িটির বেশ কিছুটা অংশ তুবড়ে যায়।

আতঙ্কিত এলাকাবাসী
বিস্ফোরণের জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কিছু ধাতস্থ হওয়ার পর অনেকেই কাছাকাছি যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি নিয়ে যায়।

কারণ খতিয়ে দেখছে পুলিশ
গাড়ির এসি থেকে বিস্ফোরণ কিনা খতিয়ে গেখছে পুলিশ। পাশাপাশি অন্য সব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

গাড়ির মালিক সনাক্ত
বোলপুর পুলিশ গাড়ি মালিককে সনাক্ত করেছে। পুলিশ জানিয়েছে ২০১৯ সালে গাড়িটি কেনা হয়েছিল। কীভাবে গাড়িটি অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের কাছে পার্ক করা হল, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

প্রতীকী ছবি
বাংলায় গণতন্ত্র নেই! পুলিশ অফিসারদের আচরণ তৃণমূল নেতাদের মতো, হামলা নিয়ে প্রশাসনকে নিশানা অর্জুনের