For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস লকডাউনের কারণে আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট

করোনা ভাইরাস লকডাউনের কারণে আগামী শুক্রবার থেকে বন্ধ থাকলে কলকাতা হাইকোর্ট

  • |
Google Oneindia Bengali News

নতুন করে লকডাউন পর্বে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রশাসনের তরফ একটি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে আদালতের যাবতীয় কাজকর্ম। এই সময়ে হাইকোর্টের তিনটি ভবনেই জীবাণুমুক্তের কাজ চলবে বলেও জানানো হয়েছে হাইকোর্ট প্রশাসনের তরফে। ফলে আগামী চার দিন সমস্ত রকমের কাজ বন্ধ থাকবে।

করোনা ভাইরাস লকডাউনের কারণে আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণানের নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, রাজ্যে নতুন করে জারি হওয়া লকডাউনে ১০ জুলাই শুক্রবার থেকে ১৩ ই জুলাই সোমবার পর্যন্ত বন্ধ থাকবে আদালতের কাজকর্ম। এই সময় হাইকোর্টের তিনটি ভবন জীবানুমুক্ত কর্মসূচি চলবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে ফের নতুন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার থেকে ওই জোনগুলিতে আগামী সাতদিন বিশেষ নজরদারি চলবে। সাত দিন পর পরিস্থিতি বুঝে সরকার সিদ্ধান্ত নেবে। আক্রান্তের সংখ্যা না বাড়লে নজরদারি কমিয়ে দেওয়া হবে। তবে সরকার ঘোষিত এই লকডাউনের সময়ই হাইকোর্টে স্যানিটাইজেশন সেরে ফেলা সহজ হবে বলে মনে করছে প্রশাসন থেকে শুরু করে আইন বিশেষজ্ঞরাও।

৮ দিনেই করোনা মুক্ত! সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নাইসেড অধিকর্তা৮ দিনেই করোনা মুক্ত! সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নাইসেড অধিকর্তা

English summary
Calcutta High Court will close from friday due to coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X