For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

ভাটপাড়ার চেয়ারম্যান তথা তৃণমূলের লোকসভা প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

ভাটপাড়ার চেয়ারম্যান তথা তৃণমূলের লোকসভা প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তী মামলা শুনতে গিয়ে বলেন, মাত্র একজন কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে অনাস্থা প্রস্তাবের পুরো প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়। মামলায় সবপক্ষকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। এই মামলায় পরবর্তী শুনানি হবে ছয় সপ্তাহ পরে।

অর্জুনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং আগে তৃণমূল বিধায়ক এবং ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দেন। এদিকে পুরসভার ২১ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। অর্জুনের দাবি, ভয় দেখিয়ে, জোর করে ভাটপাড়ার কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাবের চিঠিতে সই করানো হয়েছে। তাই কলকাতা হাইকোর্টে তিনি আবেদন করেন যাতে অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয় কোর্ট।

অর্জুন সিংয়ের আইনজীবী এসকে কাপুরের বক্তব্য, গত ১৮ মার্চ ২১ জন কাউন্সিলর অর্জুনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। যদিও অভিযোগ, এদের মধ্যে বেশ কয়েকজন কাউন্সিলরকে দিয়ে জোর করিয়ে, হুমকি দেখিয়ে অনাস্থা প্রস্তাবের চিঠিতে সই করানো হয়েছে।

ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থানায় এনিয়ে অভিযোগও জানিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, অনাস্থা প্রস্তাবের চিঠিতে তাঁকে হুমকি দিয়ে সই করানো হয়েছে। তাই আদালত তা খারিজ করুক। কিন্তু অর্জুন সিংয়ের আবেদনে হাইকোর্টের বিচারপতি সাড়া দেননি।

English summary
Calcutta High Court refuse to stay no confidence motion against Arjun Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X