
রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি
রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে আদালতের দ্বারস্থ রাজ্য বিজেপি। সোমবার জনস্বার্থ মামলার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাকারীর আইনজীবী স্মরজিৎ রায় চৌধুরী আদালতের উল্লেখ করবে উল্লেখ করেন, বর্তমান রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। আদালত এবিষয়ে হস্তক্ষেপ করুক। রাজ্যের এই অশান্তি ছড়ানোর পিছনে রাজ্য সরকারকেই দায়ী করেন।

তিনি বলেন, রাজ্য সরকার কেন্দ্রীয় নাগরিকত্ব আইন আইনের বিরোধিতায় করছে। এমনকী রাজ্য জুড়ে এই অশান্তির কারণ হিসেবে রাজ্য সরকার কে দ্বায়ী করেন তিনি।
উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জ্বলে উঠেছিল অসম,ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য। সেই বিক্ষোভের আঁচ বাংলাতেও এসে পৌঁছয়। শুক্রবার থেকে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ, অবরোধ, ভাঙনর, ট্রেন-বাস এবং স্টেশনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। প্রতিবাদের আঁচ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছড়িয়ে পড়েছে। অবরোধ ভাঙচুরের সামিল হয়েছেন বিক্ষোভকারীরা। ফলে সপ্তাহের প্রথম দদিনেওকাজে বেরিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের।