For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার কত শতাংশ মানুষ মমতার পক্ষে, সি ভোটারের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

বিগতদিনে বাংলায় কেমন কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর জনপ্রিয়তা কি আগের মতোই অটুট? তাঁর সরকার কেমন পারফরম্যান্স করল বিগত বছরগুলিতে? সেই সমীক্ষা রিপোর্টও তুলে ধরল সি ভোটার।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট তো কী, ভোট তো রাজ্যেও। তাই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর পারফরম্যান্সও মাপকাঠি হচ্ছে এই ভোটে। বিগতদিনে বাংলায় কেমন কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর জনপ্রিয়তা কি আগের মতোই অটুট? তাঁর সরকার কেমন পারফরম্যান্স করল বিগত বছরগুলিতে? সেই সমীক্ষা রিপোর্টও তুলে ধরল সি ভোটার।

কেমন কাজ করেছেন মমতা

কেমন কাজ করেছেন মমতা

সি ভোটারের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করেছেন, বলছেন ২৯ শতাংশ। ভালো কাজ করছেন, এমনটা বলছেন ৩৩ শতাংশ মানুষ। মাঝারিমানের কাজ করেছেন বলছেন ২৫ শতাংশ মানুষ। খারাপ কাজ করেছেন মমতা, এ কথা বলছেন ৮ শতাংশ মানুষ। খুব খারাপ কাজ করেছেন, এমনটা বলেছেন ২ শতাংশ মানুষ। কিছুই বলতে পারব না, এমনটা বলেছেন ৩ শতাংশ।

তৃণমূল সরকার কেমন কাজ করেছে

তৃণমূল সরকার কেমন কাজ করেছে

সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে, রাজ্যের তৃণমূল সরকার বিগত ৮ বছরে খুব ভালো কাজ করেছে, এমনটা বলেছেন ২১ শতাংশ। ভালো কাজ করেছেন, এ কথা বলেছেন ৩২ শতাংশ মানুষ। মাঝারিমানের কাজ করেছেন, বলছেন ২৯ শতাংশ মানুষ। খারাপ কাজ করেছেন বলে জানিয়েছেন ১০ শতাংশ মানুষ। খুর খারাপ কাজ করেছেন বলছেন ৪ শতাংশ। বলতে পারব না বলে জানিয়েছেন ৪ শতাংশ।

কাজের সঙ্গে সহমিলে তৃণমূলের বৃদ্ধির আভাস

কাজের সঙ্গে সহমিলে তৃণমূলের বৃদ্ধির আভাস

এদিন সি ভোটারের এই সমীক্ষা রিপোর্ট দেখিয়েছে, বাংলায় তৃণমূল আসন বাড়াতে সক্ষম হচ্ছে। তারা গতবার ৩৪টি আসন পেয়েছিল। এবার আরও একটি আসন বাড়াতে পারে তারা। তৃণমূল এবার রাজ্যের ৪২টি আসনেই জয়ের লক্ষ্য নিয়ে নেমেছে ময়দানে। সি ভোটারের এই সমীক্ষা এমনটা দেখিয়েছে, মমতার সরকারের কাজে খুশি বাংলার মানুষ। সেই নিরিখে তৃণমূলের আসন বৃদ্ধি আর ভোট শতাংশ বৃদ্ধি সঙ্গতিপূর্ণ।

[আরও পড়ুন:বাংলার মানুষের কি আস্থা আছে মমতার প্রতি, সি ভোটারের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য ][আরও পড়ুন:বাংলার মানুষের কি আস্থা আছে মমতার প্রতি, সি ভোটারের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য ]

মমতার কাজে খুশি, তবু উত্থান বিজেপির

মমতার কাজে খুশি, তবু উত্থান বিজেপির

একইভাবে মমতার কাজে বাংলার অধিকাংশ মানুষ খুশি বেশিরভাগ মানুষ তা বললেও, বিজেপির উত্থানের ছবিও দেখিয়েছে সি ভোটারের সমীক্ষা। সমীক্ষা অনুযায়ী, বিজেপির প্রাপ্তি এবার দুটি থেকে বেড়ে পাঁচটি হতে পারে। অর্থাৎ বিজেপি বাংলায় পাঁচটি আসনে জয়ী হতে পারে। আর ভোট শতাংশ বাড়াতে পারে ১৯ শতাংশ। গতবার বিজেপি পেয়েছিল ১৭ শতাংশ, এবার তারা পেতে পারে ৩৬ শতাংশ ভোট।

[আরও পড়ুন: বাংলায় তৃণমূলেরই আধিপত্য! বিজেপি কটি আসন পাবে, একনজরে সি-ভোটারের সমীক্ষা][আরও পড়ুন: বাংলায় তৃণমূলেরই আধিপত্য! বিজেপি কটি আসন পাবে, একনজরে সি-ভোটারের সমীক্ষা]

English summary
C-Voter survey informs that Mamata Banerjee’s popularity increases before Lok Sabha Election 2019. TMC government also done well during 8 years,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X