For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাল বসিরহাট দক্ষিণ ও চৌরঙ্গি আসনের ফল ঘোষণা, প্রত্যয়ী বিজেপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলা
কলকাতা, ১৫ সেপ্টেম্বর: কী হবে কাল?

রাত পোহালেই রাজ্যের দুই বিধানসভা আসনে ভোটগণনা শুরু হবে। চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ। বিধানসভায় কি পদ্ম ফুটবে নাকি ঘাসফুলের দাপট অক্ষুণ্ণ থাকবে?

বিজেপির আশা বাড়িয়েছে দু'টি ফ্যাক্টর। প্রথমত, সারদা-কাণ্ডের আবহে ভোট হয়েছে। সিবিআই তৃণমূল কংগ্রেসের গুহাতেই কার্যত হানা দিয়েছে। ফলে জনমত এখন প্রবলভাবে শাসক দলের বিরুদ্ধে। গত লোকসভা ভোটে বসিরহাট দক্ষিণ বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল ৩০ হাজারেরও বেশি ভোটে। এ বার সেখানে ৭০ শতাংশের বেশি ভোট পড়ায় প্রত্যয়ী বিজেপি। দ্বিতীয়ত, লোকসভা ভোটে যে নির্বাচন কমিশন পুতুল হয়ে বসেছিল, তারাই এ বার যথেষ্ট কড়াকড়ি করেছে। ফলে রিগিংয়ের ঘটনা ঘটেছে, এমন অভিযোগ তোলেনি বিরোধীরা। এ সবই 'ভালো লক্ষ্মণ' বলে মনে করছে বিজেপি তথা বিরোধীরা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির কোনও সদস্য নেই। ফলে যে কোনও একটি আসনে জিতলেই ইতিহাস গড়বে বিজেপি।

বসিরহাট দক্ষিণ থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হলেন তৃণমূলের দীপেন্দু বিশ্বাস। এখানে সিপিএমের প্রার্থী মৃণাল চক্রবর্তী। অন্যদিকে, চৌরঙ্গিতেও লড়াই মূলত দ্বিমুখী। বিজেপির রীতেশ তিওয়ারি বনাম তৃণমূল কংগ্রেসের নয়না বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসেন, সেটাই দেখার। কাল বিকেলের আগেই ফল জানা যাবে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।

পাশাপাশি, দেশের তিনটি লোকসভা ও ৩১টি বিধানসভা আসনের ফলও আগামীকাল ঘোষিত হবে।

English summary
By-election results for Basirhat South and Chowringhee tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X