For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যবসায়ী খুনের ঘটনায় থমথমে কেশিয়ারি! আতঙ্কের মধ্যেই চলছে বনধ

বুধবার সন্ধেয় কেশিয়ারি খাজরা বাজার এলাকায় তৃণমূলের কর্মীকে গুলি করে খুনের পর বৃহস্পতিবার সকাল থেকে থমথমে গোটা এলাকা। এদিন এলাকায় ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বুধবার সন্ধেয় কেশিয়ারি খাজরা বাজার এলাকায় তৃণমূলের কর্মীকে গুলি করে খুনের পর বৃহস্পতিবার সকাল থেকে থমথমে গোটা এলাকা। এদিন এলাকায় ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছে।

 ব্যবসায়ী খুনের ঘটনায় থমথমে কেশিয়ারি! আতঙ্কের মধ্যেই চলছে বনধ

স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূল করার জন্যই খুন হতে হতে বিভূরঞ্জন দাসকে। তাদের দিকে অভিযোগ উঠলেও বিজেপি জানিয়েছে, এই ঘটনায় তাদের কেউ জড়িত নয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধে ছটা নাগাদ দোকান খুলতে গিয়েছিলেন বিভূরঞ্জন দাস। দুটি গাড়িতে আসা বেশ কয়েকজন দুষ্কৃতী বিভূরঞ্জন দাসকে লক্ষ্য করে গুলি চালায়। পেটে গুলি লেগেছিল তার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। তাঁর দোকানঘরের সামনে থেকে তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

[আরও পড়ুন: ম্যুর এভিনিউ কাণ্ডে নতুন মোড়! হাসপাতালে সংকটজনক শিশু, স্থিতিশীল স্বামী-স্ত্রী][আরও পড়ুন: ম্যুর এভিনিউ কাণ্ডে নতুন মোড়! হাসপাতালে সংকটজনক শিশু, স্থিতিশীল স্বামী-স্ত্রী]

বিভূরঞ্জন দাসের পরিবার সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে তাঁর কোনও শত্রু ছিল না বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। আর স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বনধ উপেক্ষা করে দোকান খোলায় প্রাণ দিতে হল বিভূরঞ্জনকে। স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, আধঘন্টা ধরে এলাকায় তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা।

[আরও পড়ুন:ধর্মীয়স্থানে আশ্রয়! জম্মু-কাশ্মীরে ৩ এনকাউন্টারে ১ জঙ্গি-সহ ৩ জনের মৃত্যু][আরও পড়ুন:ধর্মীয়স্থানে আশ্রয়! জম্মু-কাশ্মীরে ৩ এনকাউন্টারে ১ জঙ্গি-সহ ৩ জনের মৃত্যু]

English summary
Businessmen called bandh to protest against murder of a member in Keshiery in West Midnapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X