হিসেব মাত্রা ৮৬০ টাকার! মর্মান্তিক পরিণতি রাজ্যের ব্যবসায়ীর
মাত্র ৮৬০ টাকার জন্য বন্ধু ব্যবসায়ীকে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের রামনগর এলাকায়। দুই হাতের কবজি কাটা অবস্থায় ঝোপ থেকে পাওয়া যায় নরেন মণ্ডল নামে ওই ব্যবসায়ীকে। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, বুধবার রাতেই খুন করা হয়েছে এই নরেন মণ্ডলকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধু ব্যবসায়ী সিন্টু মণ্ডলের থেকে ৮৬০ টাকার ফল কিনেছিলেন সবজি ব্যবসায়ী নরেন মণ্ডল। কিন্তু বর্তমানে নরেনের ব্যবসা ভাল যাচ্ছিল না বলে খবর। কিন্তু সিন্টুও টাকার জন্য তাগাদা দিতে থাকে। দুজনের সম্পর্কেও প্রভাব পড়ে। গত সপ্তাহখানের মধ্যে টাকা নিয়ে দুজনের বচসা হয় বলেও জানা গিয়েছে।
নরেন মণ্ডলের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দোকানে গিয়েছিলেন তিনি। মাঝে একবার কথাও হয়। কিন্তু রাতে বাড়ি না ফেরায় সন্দেহ দেখা দেয়। সকালে প্রতিবেশীরা বাড়ির কাছেই এক ঝোঁপের মধ্যে নরেন মণ্ডলকে পড়ে থাকতে দেখেন। সেই দৃশ্যও ছিল ভয়ঙ্কর। দুই হাত ছিল কবজি থেকে কাটা।
মৃত নরেন মণ্ডলের পরিবারের তরফে সিন্টু মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।